Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

শুরু হচ্ছে স্কুলে শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট, উপকৃত হবে লক্ষাধিক পরিবার

আপনার সন্তানের আধার কার্ড এখনও বায়োমেট্রিক আপডেট হয়নি? চিন্তার কিছু নেই। এবার থেকে স্কুলেই মিলবে সেই সুযোগ। আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সরাসরি স্কুলে গিয়ে আধার বায়োমেট্রিক আপডেট করাতে পারবে শিশুরা—এই উদ্যোগ নিয়েছে UIDAI। বর্তমানে দেশের প্রায় ৭ কোটি শিশু রয়েছে, যাদের বয়স পাঁচ পেরোলেও এখনো Mandatory Biometric Update (MBU) করা হয়নি। UIDAI–এর রিপোর্ট অনুযায়ী, এই বড় সংখ্যক শিশুদের জন্য আধার ডেটা অচল বা পুরনো হয়ে থাকার ঝুঁকি তৈরি হয়েছে। তাই স্কুল স্তরেই এই আপডেট ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সহজেই আধার আপডেট করাতে পারে।

৫ বছর বয়স পেরোনোর পর এই আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করানো যাবে। তবে যারা সাত বছর পার করে ফেলেছে, তাদের ক্ষেত্রে ১০০ ফি ধার্য হবে। UIDAI স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি বায়োমেট্রিক আপডেট না করা হয়, তবে সেই শিশুদের আধার নম্বর সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এই প্রকল্পের আওতায় প্রতিটি জেলায় আধার বায়োমেট্রিক আপডেটের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ডিভাইস পাঠানো হবে। ধাপে ধাপে সেগুলি স্কুলে নিয়ে গিয়ে ক্যাম্পের মাধ্যমে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই আপডেটের ফলে স্কুলে ভর্তি, প্রবেশিকা পরীক্ষা, সরকারি বৃত্তি ও DBT স্কিমের মতো নানা সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও জটিলতা তৈরি হবে না। এমনকি আগামী দিনে UIDAI দ্বিতীয় পর্যায়ের আপডেটও চালু করবে, যা ১৫ বছর বয়সে কলেজ স্তরে করা হবে।

প্রশ্নোত্তর (FAQ):

প্রশ্ন ১: কেন UIDAI এই স্কুল-ভিত্তিক বায়োমেট্রিক আপডেট চালু করছে?
বহু শিশু এখনও MBU করায়নি। স্কুলে ক্যাম্প করলে তারা সহজেই এই পরিষেবা পাবে, ফলে ডেটা হালনাগাদ থাকবে।

প্রশ্ন ২: আপডেট প্রক্রিয়া কবে শুরু হবে?
UIDAI জানিয়েছে, আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ধাপে ধাপে এই প্রকল্প শুরু হবে।

প্রশ্ন ৩: এতে কী কী সুবিধা মিলবে?
শিশুদের স্কুলে ভর্তি, স্কলারশিপ, সরকারি DBT সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার বাধা হয়ে দাঁড়াবে না।

প্রশ্ন ৪: এর জন্য কোনও খরচ রয়েছে কি?
৫–৭ বছর বয়সে আপডেট ফ্রি। তবে সাত বছরের পর আপডেট করতে ১০০ দিতে হবে।

প্রশ্ন ৫: নির্ধারিত সময়ের মধ্যে না করালে কী হবে?
সাত বছর পার হয়ে গেলে বায়োমেট্রিক আপডেট না করলে আধার নম্বর অকার্যকর হয়ে যেতে পারে।