লোকাল ট্রেনযাত্রার আর অসুবিধা নয়! শিয়ালদহ ডিভিশনের অধীনে থাকা ছোট ছোট হল্ট স্টেশনগুলিতে এবার চালু হল UTS অন মোবাইল অ্যাপ পরিষেবা। এতদিন যা শুধুমাত্র বড় স্টেশনগুলিতে সীমাবদ্ধ ছিল, এবার সেই সুবিধা মিলবে গ্রামাঞ্চলের স্টপেজেও।পূর্ব রেলের শিয়ালদহ শাখার অন্তর্গত মূল স্টেশনগুলিতে আগে থেকেই UTS অ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিট কাটার ব্যবস্থা ছিল। কিন্তু অসংখ্য যাত্রীর ব্যবহার হলেও, ছোট স্টপেজ বা ‘হল্ট’ স্টেশনগুলিতে এই সুবিধা চালু ছিল না। ফলে স্থানীয় যাত্রীদের প্রতিনিয়ত পড়তে হত টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল রেল কর্তৃপক্ষ।
কী ধরনের টিকিট মিলবে UTS অ্যাপে?
নতুন এই উদ্যোগে এখন থেকে হল্ট স্টেশনগুলিতে দাঁড়িয়ে যাত্রীরা তাদের মোবাইল ফোন থেকেই কাটতে পারবেন –
-
আনরিজার্ভড ট্রাভেল টিকিট (Unreserved Ticket)
-
সিজন পাস (Monthly/Quarterly Season Pass)
-
প্ল্যাটফর্ম টিকিট
অ্যাপটি ডাউনলোড করা যাবে Google Play Store বা Apple App Store থেকে। ব্যবহার করতে গেলে ফোনে থাকতে হবে ইন্টারনেট কানেকশন ও লোকেশন অ্যাক্সেস চালু।
কী সুবিধা মিলবে যাত্রীদের?
রেল সূত্রে জানানো হয়েছে, এই ডিজিটাল পরিকাঠামোর ফলে দীর্ঘ লাইন এড়িয়ে যাত্রীরা সময় ও শ্রম দুই-ই বাঁচাতে পারবেন। টিকিট কাটার অভ্যাসেও আসবে বদল। লোকাল ট্রেনযাত্রীদের অনেকেই এখনও কাগজের টিকিটের উপর নির্ভর করেন, ফলে কাউন্টারে ভিড় কমানো এবং কাগজের অপচয় রোধ—দুই লক্ষ্যেই কাজ করবে এই পদক্ষেপ।
অন্যান্য ডিভিশনেও চলছে এই প্রক্রিয়া
শুধু শিয়ালদহ নয়, দেশের অন্য রেল ডিভিশন যেমন ত্রিচি বা চেন্নাই, সেখানেও হল্ট স্টেশনে UTS চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক ছোট স্টপেজে ইতিমধ্যেই এই পরিষেবা কার্যকর হয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল টিকিটিং সিস্টেম ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে।
সাধারণ মানুষের জন্য এটি কতটা উপযোগী?
রেল আধিকারিকদের মতে, মূলত যাঁরা প্রতিদিন বা সপ্তাহে বেশ কয়েকবার লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী হবে। মোবাইল অ্যাপ ব্যবহারে ট্রেন ধরার আগে বাড়ি থেকেই কাটা যাবে টিকিট, প্ল্যাটফর্মে এসে আর লাইন দেওয়ার প্রয়োজন হবে না। এটি যেমন যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াবে, তেমনি রেলের টিকিটিং ব্যবস্থাকেও আরও আধুনিক করে তুলবে।
প্রশ্নোত্তর (FAQs):
১. কী কী ধরণের টিকিট কাটতে পারব UTS অ্যাপ থেকে?
Ans: আনরিজার্ভড টিকিট, সিজন পাস ও প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে।
২. কোন স্টেশনে এই পরিষেবা চালু হয়েছে?
Ans: শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত সমস্ত হল্ট স্টেশনগুলোতে এই পরিষেবা চালু হয়েছে।
৩. UTS অ্যাপ ডাউনলোড কোথা থেকে করব?
Ans: Google Play Store ও Apple App Store থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
৪. মোবাইল অ্যাপে টিকিট কাটার জন্য কী কী দরকার?
Ans: মোবাইলে ইন্টারনেট ও GPS/Location পরিষেবা চালু থাকতে হবে।
৫. এই সুবিধা আর কোথায় চালু হয়েছে?
Ans: ত্রিচি, চেন্নাই সহ অন্যান্য রেল ডিভিশনেও এই পরিষেবা চালু হয়েছে বা চালু করার প্রক্রিয়া চলছে।