Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Vi আনল ধামাকা প্ল্যান! Netflix, Hotstar-সহ OTT একদম ফ্রি, সঙ্গে অতিরিক্ত 50GB ডেটা

টেলিকম গ্রাহকদের জন্য বড়সড় চমক নিয়ে এল Vodafone Idea (Vi)। ২০২৫ সালের নতুন বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যানে সংস্থাটি দিচ্ছে একদিকে যেমন অফুরন্ত ডেটা, তেমনই থাকছে বিনামূল্যে জনপ্রিয় OTT সাবস্ক্রিপশনের সুবিধাও। Vi-এর এই নতুন প্ল্যানগুলোর দাম ধার্য হয়েছে ৩৫৯৯, ৩৬৯৯ ও ৩৭৯৯। প্রতিটি প্ল্যানেই মিলছে ৩৬৫ দিনের বৈধতা, যা বছরে একবার রিচার্জেই সম্পূর্ণ স্বস্তি দিচ্ছে গ্রাহকদের। এই প্ল্যানগুলির মূল আকর্ষণ হল—প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমাহীন ডেটা ব্যবহার করার সুযোগ। এই সময়ের বাইরেও মিলবে প্রতি দিন ২ জিবি হাই-স্পিড ডেটা। অর্থাৎ একদিনে কার্যত ১২ ঘণ্টার ফ্রি ডেটা ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত ডেটাও থাকছে।

তবে এখানেই শেষ নয়। ৩৬৯৯ টাকার প্ল্যানে রয়েছে Disney+ Hotstar Mobile-এর ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন, আর ₹৩৭৯৯ প্ল্যানে মিলছে Amazon Prime Lite-এর বার্ষিক সাবস্ক্রিপশন। তিনটি প্ল্যানেই প্রতিদিন ১০০টি SMS এবং অসীম voice call সুবিধা যুক্ত রয়েছে। এর পাশাপাশি থাকছে Vi-এর জনপ্রিয় “Binge All Night” ফিচার, যার মাধ্যমে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমাহীন ডেটা ব্যবহারের সুবিধা। আরও থাকছে “Weekend Data Rollover”, যার মাধ্যমে সপ্তাহের বাকি দিনের অব্যবহৃত ডেটা উইকএন্ডে ব্যবহার করা যাবে। Vi অ্যাপ ব্যবহার করে প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা পাওয়া যাবে “Data Delights” ফিচারের মাধ্যমে।

এই প্ল্যানগুলি পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে চালু হয়েছে—মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, হরিয়ানায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে। একইসঙ্গে কলকাতায় চালু হয়েছে Vi-এর নতুন “Nonstop Hero” প্ল্যান, যেখানে দিনরাত মিলিয়ে অবিরাম হাই-স্পিড ডেটা ও কল/SMS সুবিধা মিলছে।

প্রশ্নোত্তর (FAQs):

 ১. Vi-এর এক‑বছরের প্ল্যানগুলোর দাম কী এবং উপকারিতা কী কী?
এই প্ল্যানগুলির মূল্য ৩৫৯৯, ৩৬৯৯ ও ৩৭৯৯। থাকছে ৩৬৫ দিনের বৈধতা, প্রতিদিন ১২ ঘণ্টা অনলিমিটেড ডেটা এবং অতিরিক্ত ২ জিবি হাই-স্পিড ডেটা।

 ২. OTT সাবস্ক্রিপশন কোন কোন প্ল্যানে পাওয়া যাবে?
 ৩৬৯৯ টাকায় Disney+ Hotstar (mobile) এবং ৩৭৯৯ টাকায় Amazon Prime Lite সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

 ৩. সীমাহীন ডেটা ব্যবহারের সময় কোনটি?
 প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

 ৪. প্রতিদিন কতটা voice ও SMS সুবিধা মিলছে?
 প্রতিটি প্ল্যানে থাকছে আনলিমিটেড voice call এবং প্রতিদিন ১০০টি করে SMS।

 ৫. অতিরিক্ত কী কী সুবিধা থাকছে এই প্ল্যানে?
 “Binge All Night”, “Weekend Data Rollover” ও “Data Delights”-এর মাধ্যমে মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা পাওয়া যাবে।