Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

DA না দেওয়ায় এবার রাজ্যের বিরুদ্ধে পথে নামলেন কর্মীরা! সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষার অভিযোগ

ডিএ বকেয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে ফের মুখোমুখি রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশিকা উপেক্ষা করে নির্ধারিত সময়সীমার মধ্যে ২৫ শতাংশ ডিএ বকেয়ার অর্থ জমা না দেওয়ায় এবার আদালতের অবমাননার মামলা দায়েরের পথে হাঁটছেন কর্মচারীরা। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে কাজ করা রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ বকেয়ার ২৫ শতাংশ পরিশোধের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই অনুযায়ী, ২০২৫ সালের ২৭ জুন ছিল অর্থ জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থ জমা দেয়নি রাজ্য সরকার।

এই ঘটনার জেরে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কর্মী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অর্থ না জমা দিলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, দাবি আদায়ের জন্য কর্মচারী সংগঠনগুলি আগামী ৪ জুলাই পেন-ডাউন আন্দোলনের ডাক দিয়েছে। ওই দিন সরকারি কর্মীরা কাজে যাবেন ঠিকই, কিন্তু কলম ধরবেন না। এর মাধ্যমে প্রশাসনের উপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এর আগে সরকার আদালতের কাছে ছয় মাস সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদনের অনুমোদন এখনও দেয়নি। ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। এই ইস্যুতে পরবর্তী শুনানি আগস্ট ২০২৫-এ নির্ধারিত হয়েছে। তার আগে আন্দোলনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। ডিএ বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে, যা ফের একবার প্রশাসনিক স্তরে বড় সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে।

প্রশ্নোত্তর (FAQ)

১. সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কী নির্দেশ দিয়েছিল?
সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ২৭ জুনের মধ্যে ডিএ বকেয়ার ২৫ শতাংশ অর্থ জমা দেওয়ার নির্দেশ দেয়।

২. কত বছরের ডিএ বকেয়া রয়েছে কর্মীদের?
২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বকেয়া রয়েছে।

৩. কর্মী সংগঠন এখন কী পদক্ষেপ নিতে চলেছে?
সরকার অর্থ না দিলে আদালতের অবমাননার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে তারা।

৪. পেন-ডাউন আন্দোলন কবে হবে?
পেন-ডাউন আন্দোলনের তারিখ ধার্য হয়েছে ২০২৫ সালের ৪ জুলাই।

৫. পরবর্তী আদালত শুনানি কবে হতে পারে?
ডিএ বকেয়া সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে আগস্ট ২০২৫-এ।