Weather Forecast: দিনদিন বাড়বে তাপমাত্রা, দোলের আগেই প্যাচপ্যাচে গরম দক্ষিণবঙ্গে!
মার্চের শুরুতেই শীত যেন উধাও হয়েছে বাংলা থেকে। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে থেকে শীতের ফিকে হওয়ার প্রভাব দেখা গিয়েছিল রাজ্যের বুকে, তাও অকাল বৃষ্টি শীতের আমেজ কিছুটা ধরে রেখেছিল দক্ষিণবঙ্গে। তাই বসন্তের শুরুতেও পারদ পতন অব্যহত ছিল বাংলায়। তবে সেই সুখ যে এবার এই বছরের জন্য শেষ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইতিমধ্যে পারদের অঙ্কটা বাড়ছে জেলায় জেলায়। একইসঙ্গে সকাল-সন্ধ্যে শীতের আমেজও উধাও হচ্ছে একটু একটু করে।
ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী শুক্রবার অবধি রাজ্যে বৃষ্টির কোনো ভ্রুকুটি নেই। উত্তর পশ্চিমী হাওয়া বইবে রাজ্যের উপর। সেই কারণে পারদের সঙ্গে পাল্লা দিয়ে শুস্কতা বৃদ্ধি পাবে রাজ্যে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী দুদিন পার্বত্য এলাকায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর শুস্ক থাকবে আবহাওয়া। পরিবেশ থসকবে মনোরম। এখন একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।
● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার থাকবে শহরের আকাশ। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। ফলত, স্বাভাবিকের থেকে পারদ কিছুটা উপরে থাকবে কলকাতার বুকে।
● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের একাধিক কোনো জেলায় তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আলিপুর থেকে প্রাপ্ত লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আজ বৃষ্টির সম্ভাবনা নেই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়। একইভাবে আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় তীব্র গরমে বা প্রবল শীত অনুভূত হবেনা। আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবেনা বলেই জানা গেছে।
● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে আজ মোটের উপর শুস্ক আবহাওয়া থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। হাওয়া অফিস জানিয়েছে যে এই ঝড়বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গেও শীতের সুখ কিছুটা ফিকে হতে চলেছে।