Hoop News

ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামী ৪৮ ঘণ্টায় ভাসতে চলেছে যেসব এলাকা

গতকাল থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য বহু এলাকাই জলমগ্ন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। এরমধ্যে ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ার আগাম সতর্কবার্তা জারি করা রয়েছে।

এর পাশাপাশি দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙ, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে, বিপরীত চিত্র দক্ষিণবঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত নজরে এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে নেই। বাড়তে পারে তাপমাত্রা।

Related Articles