Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

২৫% বকেয়া DA না দিলে আন্দোলন আরও তীব্র হবে! SSC দুর্নীতিকে হাতিয়ার কর্মীদের

রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বকেয়া নিয়ে ফের বিতর্কের আগুন। এবার সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের করলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ২০২৫ সালের ১৬ মে, দেশের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত মেয়াদের ডিএ বকেয়ার ২৫ শতাংশ রাজ্য সরকারকে কর্মীদের দিতে হবে ২০২৫ সালের ২৭ জুনের মধ্যে। মোট বকেয়ার পরিমাণ প্রায় ৪১,৮৭১ কোটি টাকা। সেই অনুযায়ী ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০,৪৬৮ কোটি টাকা কর্মীদের হাতে তুলে দেওয়ার কথা ছিল জুন মাসের মধ্যে।

কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও অর্থ প্রদান করা হয়নি। বরং রাজ্য সরকার শীর্ষ আদালতের কাছে আরও ছ’মাস সময় চেয়ে আবেদন জানিয়েছে। সরকারের যুক্তি—রাজ্যের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই আপাতত আদালতের তত্ত্বাবধানে ওই অর্থ জমা দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন, Confederation of State Government Employees, West Bengal আদালতে অবমাননার মামলা রুজু করেছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। সংগঠনের বক্তব্য, আদালতের নির্দেশকে গুরুত্ব না দিয়ে রাজ্য প্রশাসন শুধু সময় নষ্ট করছে। পাশাপাশি, আগের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো অবধি ২৬,০০০ অযোগ্য নিয়োগপ্রাপ্ত কর্মীর বেতন ফেরত নেওয়ার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলেই রাজ্যের কোষাগারে আরও চাপ সৃষ্টি হয়েছে বলে দাবি কর্মীদের।

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হারের পরিমাণ ১৮ শতাংশ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে এই হার ৫৫ শতাংশ। এই বিরাট ব্যবধান নিয়েও দীর্ঘদিন ধরেই অসন্তোষ দানা বেঁধেছে কর্মী মহলে। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী আগস্ট মাসে। গোটা রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী চোখ রাখছেন সেই শুনানির দিকেই। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 প্রশ্নোত্তর (FAQ)

১. রাজ্য সরকার কত দিনের মধ্যে ডিএ বকেয়া পরিশোধ করার কথা ছিল?
→ ২০২৫ সালের ২৭ জুনের মধ্যে ২৫% ডিএ বকেয়া প্রদান করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

২. মোট ডিএ বকেয়ার পরিমাণ কত?
→ প্রায় ৪১,৮৭১ কোটি টাকা, যার মধ্যে ২৫% অর্থাৎ ১০,৪৬৮ কোটি এখনই পরিশোধের কথা।

৩. রাজ্য সরকারের আপত্তির কারণ কী?
→ সরকারের মতে, রাজ্যের আর্থিক অবস্থা সংকটজনক, তাই অতিরিক্ত সময় প্রয়োজন।

৪. কতজন অযোগ্য কর্মীর বেতন ফেরত নেওয়ার কথা বলা হয়েছে?
→ মোট ২৬,০০০ জন অযোগ্য নিয়োগপ্রাপ্ত কর্মীর বেতন ফেরত নেওয়ার নির্দেশ আগে থেকেই ছিল।

৫. রাজ্য ও কেন্দ্রের কর্মীদের ডিএ হারের মধ্যে পার্থক্য কত?
→ রাজ্যে ডিএ ১৮%, যেখানে কেন্দ্রে তা ৫৫%।