রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) বকেয়ার ২৫% পরিশোধের সময়সীমা দ্রুত ঘনিয়ে আসছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২০২৫ সালের ২৭ জুনের মধ্যে এই বকেয়া মেটানোর চূড়ান্ত নির্দেশ দিয়েছে। আর মাত্র ক’টা দিন সময় রয়েছে, অথচ এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।
৯১৮ দিন ধরে বকেয়া, ১২ লক্ষ কর্মী ও পেনশনভোগী আশায়
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএ বকেয়া নিয়ে রাজ্যের প্রায় ১২ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, গত প্রায় ৯১৮ দিন ধরে তাঁরা বঞ্চিত রয়েছেন এই ভাতা থেকে।
আইনি চাপে প্রশাসন, এখনও অন্ধকারে সিদ্ধান্ত
সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ না মানলে Contempt of Court মামলা হতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। রাজ্য সরকারি সূত্রে জানা যাচ্ছে, ৭০০০–৮০০০ কোটি টাকা ঋণ নিয়ে ডিএ মেটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু ফর্মাল ঘোষণা বাকি।
মালয় মুখার্জির উদ্বেগ, আর মাত্র ৪–৫ দিন হাতে
রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের নেতা মালয় মুখার্জি জানিয়েছেন, সময় হাতে আর মাত্র ৪-৫ দিন। তড়িঘড়ি সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হবে। কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, পাশাপাশি আদালতের নির্দেশ না মানলে প্রশাসনিক সঙ্কটও তৈরি হতে পারে।
প্রশ্ন উঠছে, তবে কি শেষ মুহূর্তেই ঘোষণা হবে?
এখন গোটা রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু—কবে ঘোষণা করবে সরকার? বকেয়ার অঙ্ক অনেক বড়, কিন্তু তার চেয়েও বড় এখন রাজনৈতিক এবং প্রশাসনিক চ্যালেঞ্জ।
প্রশ্নোত্তর (FAQ):
১. রাজ্য সরকারকে কবে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ডিএ বকেয়া মেটাতে?
👉 সুপ্রিম কোর্ট ২৭ জুন ২০২৫ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।
২. কত শতাংশ ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের?
👉 মোট ২৫% ডিএ বকেয়া রয়েছে কর্মচারীদের।
৩. কতজন কর্মী ও পেনশনভোগী এই ডিএর আওতায় পড়বেন?
👉 প্রায় ১২ লক্ষ কর্মী ও পেনশনভোগী এই বকেয়ার আওতায় পড়বেন।
৪. রাজ্য সরকার কি ইতিমধ্যেই অর্থ সংস্থান করেছে?
👉 হ্যাঁ, প্রায় ₹৭,০০০–৮,০০০ কোটি টাকা ঋণের মাধ্যমে সংস্থান করা হয়েছে বলে জানা গিয়েছে।
৫. যদি রাজ্য সরকার নির্দেশ না মানে তাহলে কী হতে পারে?
👉 নির্দেশ না মানলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা (Contempt of Court) হতে পারে।