Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

সরকারি কর্মীদের জন্য বড় ধাক্কা! বকেয়া DA-র ২৫% পুরো হাতে না-ও মিলতে পারে, জেনে নিন কেন

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে—তবে পুরোটাই কি হাতে পাওয়া যাবে? নাকি কিছুটা জমা পড়বে ভবিষ্যতের ভাঁড়ারে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সরকারি মহলে।২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানায়, পশ্চিমবঙ্গ সরকারকে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে জমে থাকা ডিএ বকেয়ার ২৫ শতাংশ কর্মীদের হাতে দিতে হবে। এই অঙ্ক প্রায় ১০,০০০ কোটি। এই অর্থ ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে মিটিয়ে ফেলতে হবে বলে জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।

কিন্তু এই বিপুল অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে নবান্নেই। সূত্রের খবর, রাজ্য সরকার কর্মীদের হাতে পুরো টাকা না দিয়ে একাংশ জিপিএফ (General Provident Fund)-এ জমা করার কথা ভাবছে। ফলে কর্মীরা আপাতত সেই টাকা হাতে না পেলেও ভবিষ্যতে তা তুলতে পারবেন।এরই মাঝে অর্থসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার ₹৪,০০০ কোটি তুলেছে দুটি ধাপে রাজ্য সরকারের সিকিউরিটিজ বন্ড ছেড়ে। ১৭ জুনের নিলামে ২২ বছরের মেয়াদি ₹২,০০০ কোটি বন্ড ইস্যু করা হয়েছে, যেখানে সুদের হার ৭.১০৯৬%। এছাড়া চলতি মাসেই আরও একটি ২০ বছরের বন্ডে ₹২,০০০ কোটি তোলা হয়েছে। যদিও এ অর্থ ডিএ বকেয়ার সম্পূর্ণ পরিশোধের পক্ষে যথেষ্ট নয়, কারণ রাজ্যের মোট ডিএ বকেয়া প্রায় ₹৪০,০০০ কোটি।

এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই চাইছেন, এই টাকাটি সরাসরি হাতে দেওয়া হোক, যাতে তাৎক্ষণিক আর্থিক চাহিদা মেটানো সম্ভব হয়। অন্যদিকে, সরকার চাইছে চাপ সামলে ধাপে ধাপে পরিশোধ করতে।এখন দেখার বিষয়, ৩০ জুনের মধ্যে কীভাবে এই টাকা দেওয়া হয় এবং কতটা অংশ কর্মীদের GPF-এ স্থানান্তর করা হয়। যতই সময় এগোচ্ছে, চাপ বাড়ছে সরকারের উপরেও।

 FAQ: সাধারণ জিজ্ঞাসা

১. কোন সময়কালের ডিএ বকেয়ার ২৫% এবার দেওয়া হবে?
→ ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের ডিএ বকেয়ার ২৫ শতাংশ।

২. কত টাকা এবার পরিশোধ করতে বলা হয়েছে?
→ মোট প্রায় ₹১০,০০০ কোটি টাকার বকেয়া জুন ৩০-এর মধ্যে মেটাতে হবে।

৩. কি সরাসরি হাতে দেওয়া হবে, না কি জিপিএফ-এ জমা পড়বে?
→ সম্ভাবনা রয়েছে, একাংশ অর্থ কর্মীদের জিপিএফ-এ জমা হতে পারে।

৪. সরকার কীভাবে অর্থসংস্থান করছে?
→ রাজ্য সরকার দুটি সরকারি সিকিউরিটিজ বন্ডের মাধ্যমে ৪,০০০ কোটি তুলেছে।

৫. রাজ্যের মোট ডিএ বকেয়া কত?
→ প্রায় ৪০,০০০ কোটি টাকা, যার একটি ছোট অংশ আপাতত দেওয়া হবে।