রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ফের একবার অসন্তোষের সুর। মহার্ঘভাতা (DA) বৃদ্ধি নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সময়মতো বাস্তবায়নের ব্যবধান নিয়ে এবার সরব হলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মালয় মুখোপাধ্যায়। তাঁর দাবি, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি, আর সেই কারণেই রাজ্যে DA বৃদ্ধি বিলম্বিত হচ্ছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়। কিন্তু সেই অনুযায়ী মহার্ঘভাতা বৃদ্ধি হওয়ার কথা ছিল ২০২০ সালের জুলাই থেকে। বাস্তবে সেই বৃদ্ধি কার্যকর হয় ২০২১ সালের ১ জানুয়ারি থেকে—ছ’মাস পর। এই বিলম্ব নিয়েই প্রশ্ন তুলেছেন মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ না করায় DA সংক্রান্ত সিদ্ধান্ত বারবার ধাক্কা খাচ্ছে।
এর বিপরীতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবস্থা একেবারেই ভিন্ন। মুখোপাধ্যায়ের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই DA বৃদ্ধি কার্যকর হবে এবং ১ জুলাই থেকে তারা তার বকেয়াও পেয়ে যাবেন। অথচ, সেই সময় পর্যন্ত অষ্টম বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা নয়। অর্থাৎ, রিপোর্ট ছাড়াই কেন্দ্র সরকার সময়মতো আর্থিক সুবিধা দিচ্ছে তাদের কর্মীদের। রাজ্যে ঠিক উল্টো ছবি। কর্মচারীদের অভিযোগ, প্রাপ্য সুবিধা বারবার আটকে যাচ্ছে প্রশাসনিক গাফিলতির কারণে। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। কর্মী সংগঠনগুলির তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে স্বচ্ছতার দাবি জানানো হয়েছে। তাঁদের মতে, বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করলেই বোঝা যাবে রাজ্যের আর্থিক অবস্থান এবং DA না বাড়ানোর প্রকৃত কারণ।
এই প্রসঙ্গে আরও বলা হয়েছে, যখন কেন্দ্রীয় সরকার একাধিক আর্থিক সুবিধা বাস্তবায়ন করতে পারছে সময়মতো, তখন রাজ্য সরকার কেন পারছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক কর্মী নেতা। এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এই ইস্যু আগামী নির্বাচনে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
১. পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হয়েছে?
→ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
২. DA বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যে কতটা বিলম্ব হয়েছে?
→ ছয় মাসের বিলম্ব হয়েছে; জুলাই ২০২০-এর পরিবর্তে জানুয়ারি ২০২১-এ বৃদ্ধি কার্যকর হয়।
৩. ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কি প্রকাশিত হয়েছে?
→ না, মালয় মুখোপাধ্যায়ের দাবি অনুযায়ী রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি।
৪. কেন্দ্রীয় সরকারি কর্মীরা কবে থেকে DA ও বকেয়া পাবেন?
→ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে DA এবং ১ জুলাই থেকে বকেয়া পাওয়ার কথা রয়েছে।
৫. এই বিলম্বের ফলে রাজ্য কর্মীদের মধ্যে কী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে?
→ ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।