উত্তর বঙ্গোপসাগরের বুকে আবারও জমছে নিম্নচাপ। তার জেরে আজ থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দেখা দিয়েছে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। রাজ্যের দক্ষিণাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি ঘণ্টায় ৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ২৪ জুলাই থেকে নিম্নচাপটি আরও সক্রিয় হয়ে উঠতে পারে। তার প্রভাবে আগামী ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর একাংশ চিন্তিত হলেও, জলাধার ও কৃষিক্ষেত্রে উপকৃত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
আবহাওয়ার এই অনিয়মিত আচরণ কিন্তু চলতি জুলাই মাসে একাধিকবার নজরে এসেছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত ৫৮৬ মিমি বৃষ্টিপাত হয়েছে, যেখানে সাধারণ গড় বৃষ্টি হওয়া উচিত ছিল ৪৯১ মিমি। অর্থাৎ, এই সময়েই ৯৫ মিমি বেশি জল বর্ষিত হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, কলকাতা শহরেও জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৬২ মিমি, যা স্বাভাবিকের তুলনায় ৪৯ শতাংশ বেশি।
পুরো জুলাই মাস ধরেই কলকাতায় ইতিমধ্যেই মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬১১.৯ মিমি, যেখানে সাধারণত থাকে ৫৫২ মিমি। অর্থাৎ, এই অতিরিক্ত বৃষ্টিপাত প্রমাণ করে চলতি মরসুমে নিম্নচাপ ও স্থানীয় আবহাওয়া পরিবর্তনের প্রভাব কতটা তীব্র। শুধু বৃষ্টিই নয়, তাপমাত্রাতেও দেখা যাচ্ছে অস্বাভাবিকতা। ২৩ জুলাই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। এর ফলে ঘামাভাব ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে শহরাঞ্চলে।
পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. আজকের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।
২. নিম্নচাপ কীভাবে আবহাওয়ায় প্রভাব ফেলে?
নিম্নচাপ আর্দ্রতাসমৃদ্ধ বায়ুপ্রবাহ নিয়ে আসে, যা বৃহৎ অঞ্চলে ভারী বৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে।
৩. আগামী কয়েক দিনে আবহাওয়া কেমন থাকবে?
২৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
৪. এই মাসে কলকাতার বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কতটা বেশি?
২০ জুলাই পর্যন্ত কলকাতায় প্রায় ৩৬২ মিমি বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৪৯ শতাংশ বেশি।
৫. এখনকার তাপমাত্রা ও আর্দ্রতা কোন অবস্থায় রয়েছে?
২৩ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২°C, যা স্বাভাবিকের চেয়ে ১.২°C বেশি; সেই সঙ্গে আর্দ্রতার মাত্রাও অনেকটা উঁচু।