Hoop VideoHoop Viral

VIRAL: স্লিভলেস পোশাকে ‘কাজরা রে’ গানে তুমুল নাচ সুন্দরী যুবতীর, হুঁশ উড়বে ভিডিওটি দেখলে

বর্তমান সময়ে মানুষ হয়েছে ভ্রাম্যমান। মানুষ এখন মোবাইলবন্দি। আর এই সময়ে মানুষের জীবনধারাকে একপ্রকার বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। একজন মানুষের কাছে বিশ্বের দরবারে পা রাখা এখন খুবই সহজ ব্যাপার। নিজের প্রতিভাকে মোবাইলবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেই কেল্লাফতে! ভিডিও ভাইরাল হয়ে গেলেই খুব সহজেই বিখ্যাত হওয়া যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন অনেক লুকায়িত প্রতিভা পায় প্রচারের আলো, তেমনই আবার অনেকের কাছে নিজেকে জনসমক্ষে জাহির করার একটা মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।

সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রায়ই নানা ধরণের সব ভিডিও ভাইরাল হয়। কখনো কোনো নাচের ভিডিও, কখনো বা গানের ভিডিও, কখনো আবার প্রতিভার ভিডিও জনপ্রিয়তা পায়। সম্প্রতি এমনই একটি নাচের ভিডিও (Viral Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভিডিওটি এক যুবতীর নাচের। জনপ্রিয় হিন্দি গানের তালে নেচে আবেদনময়ী অভিব্যক্তির প্রকাশে যেন তাকেই ছাপিয়ে গেছেন এই যুবতী। ভিডিওতে দেখা গেছে, সুপারহিট ‘কাজরা রে’ গানে কোমর দুলিয়ে নাচ করছেন ওই যুবতী।

এই ভিডিওটি বানিয়েছেন জ্যোতি নামের এক যুবতী। তিনি একজন ডিজিট্যাল ক্রিয়েটর। তার ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই বোঝা যাবে যে তিনি নৃত্যশিল্পী হিসেবে কতটা পটু। এই ভিডিওতে তার পরণে রয়েছে কালো ও সবুজ রংয়ের স্লিভলেস লেহেঙ্গা চোলি। শরীরে মানানসই ম্যাচিং জুয়েলারি। এই মোহময়ী সাজে সেজে সবুজ ক্ষেতের মাঝে দাঁড়িয়ে নাচ করেছেন তিনি। তবে তার শারীরিক গঠন দেখলেই বোঝা যায় তিনি কতটা ফিট।

প্রসঙ্গত, এই গানটি টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘বান্টি অর বাবলি’-র। এই ছবি গত বছরের সুপারহিট সিনেমা ছিল দেশের ইতিহাসে। আর এই ছবির এই সুপারহিট গানে কভার ড্যান্স করেছেন এই যুবতী। এমনিতেই তিনি এরকম অনেক মাছ করে থাকেন। তাই ইউটিউব চ্যানেলে এরকম শতাধিক ভিডিও রয়েছে যেগুলি লক্ষ লক্ষ দর্শক দেখে ফেলেছেন ইতিমধ্যে।