Gold Price Today: বর্ষশেষে সুখবর, নিম্নমুখী সোনার দাম
রাজ্যে কিছুটা হলেও কমেছে সাতপাকে বাঁধা পড়ার হিড়িক। পৌষমাস মলমাস-এই ধারণায় বেশ মান্যতা দেয় সনাতন ধর্ম। তবে বিয়ের মরশুম না থাকলেও সোনার গয়নার বিক্রিতে তার প্রভাব তেমন কমেনি। কারণ শেষ হচ্ছে ইংরেজি বছর। আর নতুন বছরকে স্বাগত জানাতে নতুন গয়নার সাজে সেজে উঠতে চান সকল রমণীই। তাই বছরের শেষ সপ্তাহে ভিড় বাড়ছে সোনা ও রুপার গয়নার দোকানে।
আর বছর শেষের আগে বিগত কয়েক সপ্তাহ সোনার দামে ব্যাপক বৃদ্ধিতে বর্ষবরণের আয়োজনে বেশ গলদঘর্ম অবস্থা বাঙালি কর্তাদের। তবে বছরের শেষ সপ্তাহে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বাঙালি। কারণ সোনা ও রূপার গয়নার মূল্যবৃদ্ধি এই সপ্তাহের শুরুতে রয়েছে স্থগিত। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৬.১২.২০২২-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৩৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৮৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৫.১২.২০২২-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৩৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৮৫০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৬.১২.২০২২-সোমবার)
৭১,১০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (২৫.১২.২০২২-রবিবার)
৭১,১০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
এদিকে বিশ্ব বাজারেও এদিন কমেছে সোনার দাম। শনিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৭৯৮ মার্কিন ডলার। এ দিন সামান্য কমে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭৯৮.৫৮ মার্কিন ডলার।