whatsapp channel

অসাধারণ কন্ঠে কবিতা বলে তাক লাগালেন খুদে কন্যা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

'ভয় পেয়োনা ভয় পেয়োনা তোমায় আমি মারব না' সুকুমার রায়ের বিখ্যাত কবিতাটি পাঠ করে সকলের মন জয় করে নিয়েছে ছোট্ট কন্যা। বাচ্চাটি এখনো পরিষ্কারভাবে কথা বলতে শেখেনি এতটাই ছোট সে।…

Avatar

HoopHaap Digital Media

‘ভয় পেয়োনা ভয় পেয়োনা তোমায় আমি মারব না’ সুকুমার রায়ের বিখ্যাত কবিতাটি পাঠ করে সকলের মন জয় করে নিয়েছে ছোট্ট কন্যা। বাচ্চাটি এখনো পরিষ্কারভাবে কথা বলতে শেখেনি এতটাই ছোট সে। কিন্তু কবিতা বলায় তার কোনো ত্রুটি নেই। অসাধারণ ভঙ্গিতে একেবারে নিজের মত করে পাঠ করে চলেছে সুকুমার রায়ের লেখা বিখ্যাত কবিতা ‘ভয় পেয়ো না’।

বাচ্চাটির কবিতা পাঠ শুনে কেউ ভয় না পেলেও বাচ্চাটিকে যে আদর করতে ইচ্ছা করবে তা নিঃসন্দেহেই বলা। অসাধারণ ভঙ্গিতে সুন্দর পরিবেশনা বাচ্চাটার। আদুরে গলায় অথচ দৃপ্তকন্ঠে সুন্দর করে বলে চলেছে সুকুমার রায়ের কবিতা।

ছোট এই কন্যার নাম পুর্না আনন্দিতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়েছে। কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে। সকলেই এই বাচ্চাটির আদুরে গলায় কবিতাকে সাদরে গ্রহণ করেছেন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media