whatsapp channel

Nora Fatehi: নীল সমুদ্রের মাঝে স্বল্প পোশাকে উষ্ণতা ছড়ালের নোরা ফাতেহি

বর্তমানে নোরা ফাতেহির নাম অনেকেই শুনেছেন, বলিউডের অন্যতম নায়িকাদের তালিকায় উঠে এসেছেন নোরা। গায়ে বিদেশি রক্ত থাকলেও বেশ সকলের সঙ্গে মানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে তিনি একটিভ আছেন। সিনেমার নাচ…

Shreya Chatterjee

Shreya Chatterjee

বর্তমানে নোরা ফাতেহির নাম অনেকেই শুনেছেন, বলিউডের অন্যতম নায়িকাদের তালিকায় উঠে এসেছেন নোরা। গায়ে বিদেশি রক্ত থাকলেও বেশ সকলের সঙ্গে মানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে তিনি একটিভ আছেন। সিনেমার নাচ থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্যালেন্ট হান্ট শোতে নোরা গিয়ে জাজমেন্ট করেন, আর সেখানে নোরার এক একটা ঠুমকা দেখে রীতিমতন পুরুষ মনের ঝড় উঠে যায়।

সোশ্যাল মিডিয়া হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খুব সাধারণ মানুষও কিন্তু খুব সহজে একেবারে star হয়ে যেতে পারেন, আমরা যেরকম দেখেছিলাম রানু মন্ডলকে যিনি রানাঘাটের রেলস্টেশনে বসে ভিক্ষা করতেন, তিনি কয়েকদিনের জন্য গান গাওয়ার জন্য। এছাড়া বাদাম কাকুর ‘বাদাম বাদাম’ গান কেও কিন্তু সকলের কাছে বেশ পরিচিত হয়েছিলেন, তবে তাদের স্থায়িত্ব খুব বেশিদিন নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও খুব কম সময়ের মধ্যে যদি আপনি গোটা বিশ্বের সামনে হাজির হতে চান, তাহলে সোশ্যাল মিডিয়ার ওপর আপনাকে ভরসা করতেই হবে।

সোশ্যাল মিডিয়ার নানান প্লাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মাধ্যমে কোন নাচ, গান বা যেকোনো প্রতিভা ভাইরাল হতে সময় লাগে না। বর্তমানে হাতে শুধু একটা মুঠোফোন থাকলেই যথেষ্ট কারুর যদি মন ভালো না থাকে বা কারোর যদি সময় কাটতে না চায় কিংবা কেউ যদি একটু একা একা নিজের মতন থাকবেন, ভাববেন তাহলে কিন্তু তার একমাত্র সঙ্গী হতেই পারে তার হাতের মুঠোফোনটি।

কালো রঙের স্বল্প পোশাকে টপ করে নোরাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, যাকে বলে একেবারে লাস্যময়ী, নীল সমুদ্রকে পিছনে ফেলে নাচ পরিবেশ করলেন। তবে তিনি একা নয় সাথে ছিলেন অনেকেই, সবাই মিলে বেশ একটা অসাধারণ আনন্দময় ঘন মুহুর্ত কাটিয়েছেন। সবমিলিয়ে যাকে বলে একটা অসাধারণ পারফরম্যান্স, কালো রঙের সানগ্লাস দেখতে কিন্তু ভীষণই লাগছে নোরা ফাতেহিকে। দেখে নিন অসাধারণ ভিডিও:

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক