whatsapp channel
Bengali SerialHoop Plus

Prity Biswas: হিন্দু হয়েও ইফতারি করে কটাক্ষের শিকার রাহুল-প্রীতি!

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম হল অভিনেতা রাহুল মজুমদার (Rahul Majumdar)ও অভিনেত্রী প্রীতি বিশ্বাস (Prity Biswas)। একজন কেরিয়ারের শুরু থেকেই বাংলা মেগায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন দর্শকদের মধ্যে। অন্যদিকে অভিনেত্রী প্রীতি বিশ্বাস ভোজপুরী ইন্ডাস্ট্রিতে কাজ করার পরই বাংলা ছোট পর্দার দুনিয়ায় পরিচিতি লাভ করেছেন। দুজনেই বর্তমানে আলাদা আলাদা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। তবে দুজনেই এখন বাস্তবিক জীবনে একে অপরের পরিপূরক। মাঝখানে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লেও আবার সবটা ঠিক হয়ে গেছে। তবে বর্তমানে এক অন্য কারণে চর্চায় এলেন এই জুটি।

সম্প্রতি অভিনেত্রী প্রীতি বিশ্বাস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে তাকে দেখা গেল ইফতার পার্টিতে খাওয়াদাওয়া করতে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুজনের সামনেই সাজানো থরে থরে রকমারি ফলমূল, ফলের রসের শরবৎ। আরও অনেকের সঙ্গে একসঙ্গে মেঝেয় বসে ইফতার করছেন। গায়ের ওড়না মাথায় টেনেছেন প্রীতি। ভিডিওর নেপথ্যে শোনা গেল ‘ভর দে ঝোলি’ কাওয়ালি। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করতেই নেটপাড়ার নীতিপুলিশদের রোষানলে তারকা-দম্পতি।

ভিডিওর কমেন্ট বক্সে একের পর এক কটাক্ষবাণ উড়ে আসতে থাকে। একজন লেখেন, ‘মুসলিমদের তো কখনও দেখি না হিন্দুদের উৎসব নিয়ে বাড়াবাড়ি করতে, এখনই আনফলো করলাম আপনাকে’; অপর একজন লেখেন, ‘হিন্দুদের নামে কলঙ্ক, ধর্ম বদলে ফেলুন’; আবার আরেক নেটিজেন তাকে ঠেস দিয়ে প্রশ্ন করেন, ‘আপনি মুসলিম কবে থেকে হলেন? জানা ছিল না’। অনেকেই আবার তাদের ব্যক্তিগত জীবনকে নিয়ে প্রশ্ন তোলেন। এককথায় এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে নেটিজেনদের মধ্যে।

তবে শেষমেষ ধৈর্যের বাঁধ ভেঙে যায় অভিনেত্রীর। ইনস্টাগ্রামে লাইভ এসে অভিনেত্রী বলেন যে এই পার্লারে তিনি নিয়মিত যান এবং সেখানেই ইফতারে যোগদানের অনুরোধ পান। এটিকে পবিত্র মনে হওয়ার কারণেই নাকি তিনি এখানে ধর্মের ভেদাভেদ আনতে চাননি। নীতি পুলিশদের জবাব দিয়ে তিনি বলেন, ‘নিজেদের মধ্যে বদল আনুন। আমি ওদের সঙ্গে বসে ইফতারি করেছি বলে অসুবিধাটা কোথায়? একজন লিখেছেন, আপনার দিন ঘনিয়ে এল। একটা খেজুর খেয়েছি বলে আমার জাত চলে গেল?’ এছাড়াও তিনি বলেন, ‘আপনাদের আমিই ব্লক করে দিয়েছি। আমার দরকার নেই। আমি চাই না এমন নোংরা মানসিকতার লোক আমার প্রোফাইলে থাকুক।’

 

View this post on Instagram

 

A post shared by Prity Biswas (@iamprity11)

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা