মাথার রং কমলা দেহ নীল, ঘন জঙ্গল থেকে উদ্ধার বিরল প্রজাতির সাপ
থাইল্যান্ডের এক ঘন জঙ্গল থেকে উদ্ধার হলো এক অসাধারণ সুন্দরী সাপ। সাপটি যেমন সুন্দর তেমনি বিষধর। অন্তত বিশেষজ্ঞরা তাই বলেছেন। সাথীর মাথাটা উজ্জ্বল কমলা বর্ণের আর গোটা শরীরটা একেবারে ময়ূরপঙ্খী বর্ণের। এমন অসাধারন সুন্দর সাপ দেখে মনটা ভালো হয়ে যায় কিন্তু সাপটি যেভাবে ভয় দেখাচ্ছে তাতে যে কোনো মানুষেরই দেখে শিউরে ওঠার মতন অবস্থা হবে।
থাইল্যান্ডের একটি সাপ সংরক্ষণ সংস্থার কোন মারফত খবর পেয়ে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করছে এই সুন্দরী সাপকে। সাপটি দেখতে যতটা সুন্দর ততটাই বিষধর। তাই সব থেকে উদ্ধার করার সময় খুব সাবধানে উদ্ধার করার চেষ্টা করছে এইসব উদ্ধারকারী সংস্থাটি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। অসাধারণ এই সাপের ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। আসলে একসঙ্গে বিষধর অথচ এত সুন্দর সাপ সত্যিই দেখা যায় না। দুটি গুণই যখন একসঙ্গে মিলে গেছে তখন ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।