whatsapp channel
Finance News

Income Tax: আয়করের নিয়মে বড় আপডেট, ১০ লাখের রোজগারেও দিতে হবেনা আয়কর

ভারতের প্রতিটি নাগরিক, যারা নিয়মিত সরকারি বা বেসিরকারী কোনো সংস্থা থেকে উপার্জন করেন, তখন তাদের আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন হল একটি নির্ধারিত ফর্ম যার মাধ্যমে একটি আর্থিক বছরে এক জন ব্যক্তি তাঁর অর্জিত আয়ের বিবরণ জমা দিতে পারেন। এই ধরনের আয়ের উপর প্রদত্ত করের তথ্য আয়কর বিভাগে জানানো হয়। আর এবার আয়করদাতাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আপনিও যদি আয়ের ওপর ভারি ট্যাক্স নিয়ে বিপাকে থাকেন, তাহলে এবার আপনাকে খুব সুখবর দিলেন অর্থমন্ত্রী।

তথ্য দিয়ে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে এখন আপনাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না। ২০২৩ সালের বাজেটে, নির্মলা সীতারামন ৭ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত করেছিলেন। কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি পদ্ধতির কথা বলব, যেখানে আপনাকে ১০ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রেও শূন্য কর দিতে হবে। আর এমনটা করতে হলে আপনাকে পুরানো কর ব্যবস্থা বেছে নিতে হবে।

এবারের বাজেটে নতুন কর ব্যবস্থায় মৌলিক কর অব্যাহতির সুযোগ বাড়িয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে এই পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। একই সঙ্গে পুরনো কর ব্যবস্থায় কোনো পরিবর্তন করা হয়নি। আমরা আপনাকে বলে রাখি যে পুরানো কর ব্যবস্থায়, গৃহঋণ থেকে বীমা পলিসি পর্যন্ত কর সাশ্রয়ের সুবিধা পাওয়া যায়। পুরানো কর ব্যবস্থায় আয়কর আইনের ধারা 80C এর অধীনে, আপনি EPF, PPF, ELSS, NSC-তে বিনিয়োগ করে ১.৫ লক্ষ টাকা বাঁচাতে পারেন। এই ১.৫ লক্ষ টাকা কেটে নেওয়ার পরে, আপনার ট্যাক্স দায় ৮.৫ লক্ষ টাকায় নেমে আসবে।

এটি ছাড়াও, আপনি NPS-এ ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। আপনি ধারা 80CCD (1B) এর অধীনে এটি সংরক্ষণ করতে পারেন। এছাড়াও আপনি যদি একটি বাড়ি নিয়ে থাকেন তবে আপনি ২ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। একই সময়ে, একটি মেডিকেল পলিসি গ্রহণ করে, আপনি ২৫ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারেন। এছাড়াও, যদি আপনার বাবা-মা প্রবীণ নাগরিক হন, তাহলে আপনি তাদের নামে স্বাস্থ্য বীমা কিনে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা