Hoop Viral

VIDEO: ‘চিকনি চামেলি’ গানের সঙ্গে দুর্দান্ত নাচলেন যুবতী, ক্যাটরিনা কাইফ হবেন ফেল

নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ায় হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন, খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো, তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন।

এখন বাড়িতে বসে কিন্তু খুব সহজে আপনি আপনার প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারেন। আপনার হাতে যদি একটা মুঠো ফোন থাকে, তাহলে কিন্তু এই প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা কোন ব্যাপার নয়। কিন্তু সকলের প্রতিভা যে সমানভাবে মানুষের মনে থেকে যায় এমনটা কিন্তু নয়, যাদের মধ্যে সত্যিই প্রতিভা থাকেন তারাই একমাত্র চিরস্থায়ী হন।

অনেক সময় দেখে দেখা গেছে অনেকেই আছেন, যারা ঝড়ের গতিতে ভাইরাল ঠিক হয়ে গেছেন কিন্তু কিছুদিন পরে মানুষ আর নিতে পারেনি, যেমন উদাহরণস্বরূপ বলতেই হয় রানু মন্ডল এবং বাদাম বাদাম গানের সেই বাদাম কাকু। যাদের মধ্যে সত্যিই প্রতিভা আছে তারা কিন্তু অনেক দিন পর্যন্ত মানুষের মনে খুব সহজ ভাবেই থেকে যেতে পারেন।

সম্প্রতি অসাধারণ একটি গাছের ভিডিও ভাইরাল হলো। যেখানে দেখা যাচ্ছে, ‘চিকনি চামেলি’ গানের সঙ্গে দুর্দান্ত নাচ পারফর্ম করলেন এক যুবতী। নারী নাচের ভিডিও হতে খুব বেশি সময় লাগেনি, একটি সাধারণ কামিজ পরে দুর্দান্ত কায়দা নিজের ঘরেই তিনি নাচ পরিবেশন করেছেন। ইন্সটাগ্রামের মাধ্যমে তার ভিডিওটি হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত দেখে ফেলেছেন। এই অসাধারণ নাচ নেচেছেন, মানুষের মধ্যে জায়গা করে ফেলেছিলেন ক্যাটরিনা কাইফ। এখনো মানুষ যথেষ্ট পরিমাণে চিকনি চামেলীকে মনে রেখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by _Nandu (@nandanisharma512)

Related Articles