Finance News

নারী দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, রান্নার গ্যাসের দাম কমল এক ধাক্কায়

লোকসভা ভোটের (Loksabha Election) আগে দেশবাসীর জন্য একের পর এক ঘোষণা করে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) দেশের মহিলাদের জন্য আরো এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম ১০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছেন তিনি এক্স (প্রাক্তন টুইটার) প্ল্যাটফর্মে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এটাই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

টুইটারে একটি পোস্টে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর। এতে সারা দেশে লক্ষ লক্ষ বাড়িতে আর্থিক বোঝা উল্লেখযোগ্য ভাবে কমবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।’

আরো লেখা হয়েছে, ‘রান্নার গ্যাসকে আরো সাশ্রয়ী করে আমরা চেষ্টা করি পরিবারের উপকার সাধন করার এবং এক সুন্দর পরিবেশ গড়ে তোলার। এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জীবনকে সহজ করার জন্য আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়েও নতুন ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এই প্রকল্পের আওতায় অনেক কম দামে পাওয়া যায় রান্নার গ্যাস। ১ লা এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র মহিলাদের জন্য রান্নার গ্যাস সিলিন্ডারের ৩০০ টাকা ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এর আগে গত বছর অক্টোবর মাসে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে প্রতি বছরে ১২ টি রিফিলের জন্য ২০০ টাকা থেকে ভর্তুকি বাড়িয়ে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করা হয়েছিল। চলতি বছরে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি ছিল। চলতি অর্থবর্ষের ৩১ মার্চ এই ভর্তুকি শেষ হবে।

Related Articles