Finance News

Government Scheme: লক্ষ্মীর ভাণ্ডারকে জোর টক্কর, বেকারদের প্রতি মাসে মোটা টাকা দেবে মোদী সরকার

যত দিন যাচ্ছে, দেশের বেকার সমস্যা ততই চিন্তার ভাঁজ ফেলছে যুবক যুবতীদের কপালে। উচ্চ শিক্ষিত হয়েও বহু মানুষ এখনো কর্মহীন হয়ে রয়েছেন। অনেকে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। সরকারি চাকরির অপেক্ষায় থাকলেও তাও পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় কর্মহীন যুবক যুবতীরা যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়ে, আর্থিক ভাবে তাদের পাশে দাঁড়াতে এক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে।

বিভিন্ন সরকারি প্রকল্প চালু রয়েছে কেন্দ্রের। তার মধ্যে অন্যতম সংযোজন প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা (PM Berojgari Bhata)। ২০২৪ এর নির্বাচনের পরেই দেশের কর্মহীন যুবক যুবতীদের কথা চিন্তা করে এই প্রকল্প শুরু করা হয়েছে সরকারের তরফে। কীভাবে আবেদন করা যাবে এই প্রকল্পে, কারা কারা পাবেন সুবিধা, এই প্রতিবেদনে রইল সব তথ্য।

প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

কর্মহীন যুবক যুবতীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এই প্রকল্পে। পাশাপাশি উপভোক্তাদের স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ের প্রতিও নজর দেওয়া হবে।

আপাতত ছত্তিশগড় রাজ্যে শুরু হয়েছে এই প্রকল্প। ধীরে ধীরে দেশের অন্যান্য রাজ্যগুলিতেও এই প্রকল্প শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

আবেদনকারীকে অন্ততপক্ষে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এছাড়া উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেও করা যাবে আবেদন।

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

আবেদনকারীকে অবশ্যই কর্মহীন হতে হবে। কোনো রকম সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে চলবে না।

আবেদন পদ্ধতি

অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে প্রথমেই প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা ২০২৪ এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপর সেখানে নিজের ঠিকানা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা করতে হবে।

এরপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

এরপর আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে। কিছুদিন পর যাচাইকরণ সম্পূর্ণ হলে এই যোজনার সুবিধা পাবেন আবেদনকারী।

Related Articles