whatsapp channel
Hoop NewsHoop Trending

মাত্র কয়েক দিনেই চীনের বহু পণ্যের ব্যবসা কমেছে ভারতে, ক্ষতির মুখে চীন!

চীনের সাথে সীমান্ত সংঘর্ষের পর থেকেই চীনা পণ্য বর্জন করা শুরু হয়েছে ভারতে। ডিজিটাল স্ট্রাইকের পাশাপাশি চীনা পণ্য আমদানি-রপ্তানিও করা হয়েছে অনেক কম পরিমাণে। একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে‌, চলতি বছর চীন থেকে পণ্য আমদানি করা ২৫ শতাংশ কমিয়েছে ভারত। আমদানি কমানোর পাশাপাশি চীনে পণ্য রপ্তানিতেও লাগাম টানা হয়েছে।

চীনে পণ্য রপ্তানিও ৬.৭ শতাংশ কমিয়েছে ভারত। আর এর প্রভাব পড়েছে চীনের কোম্পানি গুলির উপর। হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে চীনের কোম্পানি গুলি।

জানা যাচ্ছে, ভারত আমদানি কমানোয় চীনের চলতি বছরে ক্ষতি হয়েছে ৩২.২৮ বিলিয়ন ডলার। প্রতি বছর রাখির সময় চীন থেকে ভারতে রাখি আমদানি করা হয় প্রায় ৪,০০০ কোটি টাকার। এবার এই বিপুল পরিমাণ টাকার রাখির একটিও চীন থেকে আমদানি করা হয়নি। ফলে এই বিপুল পরিমাণ টাকার লোকসান হয়েছে চীনের বিভিন্ন কোম্পানি গুলির। ভারতের এই আমদানি কমানোয় যে বিপুল পরিমাণ ক্ষতি হবে চীনের অর্থনীতিতে, তা বলাই বাহুল্য।

whatsapp logo