Skin Care: কনুই হবে দুধের মতো ফর্সা, শিখে ফেলুন অসাধারণ ১টি টিপস
কনুই এর কালো দাগ অনেক সময় দেখতে খুব খারাপ লাগে এই কনুই এর কালো দাগ নানা কারণে হয়ে থাকে চামড়ার উপরে অতিরিক্ত টক্সিন ভর্তি থাকার জন্য কনুইয়ের ওপর কালো দাগ ভর্তি হয়ে যায়।
কালো দাগ অতি সহজেই মাত্র একটি উপাদান দিয়েই দূর হয়ে যাবে। দু তিন চামচ লেবুর রসের সঙ্গে প্রয়োজন মতন চিনি ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কনুইতে ভালো করে ঘষে ঘষে দিতে হবে।
এই সহজ উপাদানটি আপনি যদি সপ্তাহে অন্তত পাঁচ দিন প্রতিদিন করতে পারেন। তাহলে দেখবেন কনুই এর কালো দাগ কতটা সহজে ফর্সা হয়ে গেছে। কনুইয়ের ওপর এ হওয়া মরাকোষ সহজে দূর হয়ে যাবে এবং এই উপাদানটি আপনার কনুইয়ের ওপর এ এপ্লাই করার পরে অবশ্যই নারকেল তেল হাতে করে নিয়ে মাসাজ করে নেবেন। বা কোন বাজারচলতি দামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। তবে নারকেল তেল আপনার ত্বকের জন্য উপকারী একটি উপাদান এর সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে যদি ভালো করে ম্যাসাজ করতে পারেন। তাতেও কনুই অনেক বেশি নরম থাকবে।