Bengali SerialHoop Plus

TRP: প্রথম সপ্তাহেই বাজিমাত ‘খুকুমণি হোম ডেলিভারি’র, দেখুন কোন ধারাবাহিক কত নম্বরে

দেবশ্রী রায় তার অভিনয়গুণে সর্বজয়া ধারাবাহিককে দর্শকদের মনে বেশ উঁচু জায়গা বানিয়ে রেখেছিলেন। কি জানি কি হলো হঠাৎ করেই ধারাবাহিকের মান পড়তে শুরু করে, এর ফাঁকে উঠে আসে ক্রিকেট সংক্রান্ত ধারাবাহিক উমা। এখন উমা ও সর্বজয়া দুজনে একই মাঠে দুর্দান্ত ফিল্ডিং দিচ্ছে। মিঠাই ধারাবাহিকের কথা আলাদা করে বলার তো কিছুই নেই, দিনের পর দিন ধরে এক নম্বর আসনে একদম ফার্স্ট গার্ল হয়ে বসে রয়েছে। ধারাবাহিক এখন তোর্সা এন্ট্রি নিয়েছে মিঠাই রানির বড় জা হিসেবে। সুতরাং গল্পে যোগ হয়েছে আরেকটু টক-ঝাল-মিষ্টি। এদিকে যমুনা বর্তমানে যিনি এখন পর্দায় জ্যোতি সেন, তিনিও বেশ ধুন্ধুমার কান্ড ঘটাচ্ছেন। বাংলার দর্শকরা একটু বেশি মসলা পছন্দ করেন, তাই তাদের কাছে অসমবয়সী বন্ধুত্ব বা বেশি বয়সে পড়াশোনা করার কাহিনী মনে ধরেনা। যতক্ষণ পর্যন্ত না ধারাবাহিকের মধ্যে কুটকাচালি চলছে ততক্ষণ পর্যন্ত সেই ধারাবাহিক টিআরপি লিস্টে উঠতে পারছে না, এর উদাহরণ আছে। বরং চলুন দেখি নিই দর্শকদের বিচারে কোন ধারাবাহিক ১ নম্বর স্থানে রয়েছে এবং কোন ধারাবাহিক সবশেষে লিড করছে।

১. মিঠাই – ১০.২
২.যমুনা ঢাকি – ৮.৪
৩.উমা ও সর্বজয়া – ৭.৯
৪.খুকুমণি হোম ডেলিভারি (ওপেনিং) – ৭.৫
৫.অপরাজিতা অপু – ৭.৪
৬.রানী রাসমণি – ৭.০
৭.শ্রীময়ী ও মন ফাগুন – ৬.৬
৮.এই পথ যদি না শেষ হয় – ৬.৫
৯.খেলাঘর – ৬.৩
১০.ধুলোকণা ও কড়ি খেলা – ৬.২

১১.কৃষ্ণকলি – ৬.০
১২.বরণ ও খড়কুটো – ৫.৮
১৩.গঙ্গারাম – ৫.৪
১৪.মহাপীঠ তারাপীঠ – ৫.৩
১৫.আয় তবে সহচরী – ৫.২
১৬.জীবন সাথী – ৩.৯
১৭.গ্রামের রাণী বীণাপাণি – ৩.০
১৮.সন্তোষী মা – ২.৩
১৯.সাঁঝের বাতি – ২.১
২০.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – ১.৯

ঘুরে দেখুন রিয়্যালিটি শোয়ের যাত্রা –

১.দাদাগিরি – ৭.৩
২.ড্যান্স বাংলা ড্যান্স – ৫.৮
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.২
৪.সুপার সিঙ্গার – ৪.১
৫.রান্নাঘর – ১.৪

Related Articles