এখন মানুষ আর সিক্স প্যাক, বোল্ড, হ্যান্ডসাম নায়কদের বিশেষ পছন্দ করে না। তাদেরকেই মানুষ সিনেমাহলে বেশি গুরুত্ব দেয় যারা সত্যিকারের বিনোদন দেয় এবং নিজস্ব ভঙ্গিমায় ও অভিনয়ে সেরা। বলিউডে বহু তাবড় তাবড় হ্যান্ডসাম অভিনেতা আছে ঠিকই কিন্তু আজও হাতে গোনা কয়েকজন অভিনেতা সকলের প্রিয়। যাদের মধ্যে একজন হলেন পঙ্কজ ত্রিপাঠী।
কে এই পঙ্কজ ত্রিপাঠী এই প্রশ্ন আগে করলে উত্তর খুঁজতে একটু সময় লাগতো, কিন্তু এখন আট থেকে আশি জানেন তিনি কে এবং কেমন অভিনয় করেন। ২০০৪ সালে প্রথমবার মুম্বাই আসেন পঙ্কজ, ব্রেক পান প্রথমবার ২০১২ সালের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবিতে। এরপর ইন্ডাস্ট্রি তাকে ভুলে যায়। এই সময় তার জীবনে নায়ক হয়ে ওঠেন তার স্ত্রী। অবশ্য ২০০৪ থেকেই তার স্ত্রী ছিলেন সংসারের মূল কান্ডারী। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত কোনো কাজ ছিল না পঙ্কজ ত্রিপাঠীর। সেইসময় তার স্ত্রী তাকে ছেড়ে যাননি, বরং সন্তান ও স্বামী উভয়কেই দেখেছিলেন তিনি। তার নাম হল – মৃদুলা।
আজ পঙ্কজ ও মৃদুলার ১৭ তম বিবাহবার্ষিকী। এখন পঙ্কজ ত্রিপাঠীর ঘরে প্রযোজকরা হা করে বসে থাকেন। কাজের লম্বা লিস্ট তার হাতে। এখন তিনি যাই কাজ করছেন তাই সোনা হয়ে যাচ্ছে। সিনেমা হোক বা ওয়েব সিরিজ সবটাই হিট হিট তকমা দিচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী। ‘স্ত্রী’ হোক বা ‘মির্জাপুর’ বা ‘মিমি’ বা ‘স্যক্রেড গেমস’ সবেতেই পঙ্কজ একজন ফাটাফাটি অভিনেতা। আজ তিনি যেই সম্মানের চূড়ায় পৌঁছেছেন তার জন্য আজও নিজের স্ত্রীর কাছে কৃতজ্ঞ। তার স্ত্রীর অদম্য ইচ্ছা ও ভালোবাসা তাকে বিপথে চালিত করেনি।
View this post on Instagram
ঠিক এই কারণেই এখনও চুটিয়ে সংসার করছেন এই তারকা। এদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে কিছু পুরোনো ছবি শেয়ার করে পঙ্কজ ত্রিপাঠী লেখেন, , ‘আজ সতেরো বছর পেরিয়ে গেছে এই পরিণয় সূত্রে। এই মনোরম যাত্রার কিছু স্মৃতি। ধন্যবাদ।’