মাতা পার্বতীর এই কঠিন প্রশ্নের উত্তরে কি বলেছিলেন দেবাদিদেব মহাদেব
জগত সংসারের দেবাদিদেব শিব মাতা পার্বতীকে কিছু গোপন কথা বলেছিলেন এবং এই সমস্ত কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাদের এই কথোপকথনের মধ্যে উঠে এসেছে জীবনের কতগুলো সারসত্য বিষয়। যা আমাদের প্রত্যেকের জানা দরকার। জীবনে চলার পথে এগুলি উপলব্ধি করার প্রয়োজন আছে।
প্রথমত, পার্বতী জানতে চান, মনুষ্য জীবনের সবচেয়ে বড় পূর্ণ এবং সবচেয়ে বড় পাপ কি?
উত্তরে মহাদেব বলেন, সবচেয়ে বড় পণ্য হল সৎ থাকা, এবং আজীবন সত্যের পথে চলা। সবচেয়ে ঘৃণ্য পথ হল অসততা।
দ্বিতীয়ত, পার্বতী প্রশ্ন করেন, জীবনের সব থেকে বড় গুণ কি?
মহাদেব জানান, মানব জীবনের সব থেকে বড় গুণ হলো আত্মদর্শন।
তৃতীয়ত, পার্বতী জানতে চেয়েছিলেন জীবনের সফলতার মন্ত্র কি?
উত্তরে মহাদেব জানান, নিষ্কাম কর্মই সাফল্যের একমাত্র চাবিকাঠি।
চতুর্থত, সবশেষে শিব বলেন, প্রলোভনই যাবতীয় দুর্দশার মূল। ধ্যান ও সংযম দ্বারা এটি কে জয় করতে পারলেই মুক্তি সহজেই সম্ভব।