Hoop Life

Hair Colour: সম্পূর্ণ ঘরোয়া উপাদানে স্বল্প খরচে চুলে বারগেন্ডি কালার করার টিপস

অনেকেই আছে, যারা পার্লারে গিয়ে হেয়ার কালার করিয়ে থাকেন। এই পার্লারে গিয়ে হেয়ার কালার করালে অনেক সময় চুলের নানান রকম ক্ষতি হতে পারে। কিন্তু আপনি কি জানেন একেবারে কম খরচে আপনি বাড়িতেই আপনার চুলের বারগেন্ডি কালার করতে পারেন, প্রাকৃতিক উপাদান দিয়ে এই কালার করা সম্ভব এই কালার করলে চুল খারাপ তো হবেই না, উল্টে চুলের যদি কোন সমস্যা থাকে তা সহজেই একেবারে দূর হয়ে যাবে। Hoophaap স্পেশাল এই টিপস শিখে নিন।

উপকরণ –
অর্ধেকটা পাতিলেবুর রস
মেথি পাউডার ২ টেবিল চামচ
একটি বিট
কফি পাউডার ২ টেবিল চামচ
টক দই ২ টেবিল চামচ

লেবুর রসের মধ্যে অর্ধেকটা জল দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে বিট ভালো কুরে করে রাখতে হবে, তার মধ্যে মেথি পাউডার, কফি পাউডার, টক দই এবং ওই পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি অন্তত দু ঘন্টার জন্য একটি থালা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর গোটা চুলে ভালো করে মেখে নিয়ে শ্যাম্পু করে নিলেই চুল লাল হতে পারে। এই পদ্ধতিটি যদি আপনি সপ্তাহে অন্তত ৩ দিন পর পর করে যেতে পারেন অন্তত যদি একমাস এই রকম ভাবে করতে পারেন তাহলে আপনার চুল আস্তে আস্তে লাল হতে থাকবে।

Related Articles