Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/01/Dev11-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/01/Dev11-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/01/Dev11-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Hoop PlusTollywood

Dev: ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করবেন দেব!

ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে ইদানিং ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ অনেক বেশি তৈরি হয়েছে। করোনা অতিমারীর কারণে ভার্চুয়াল জগত ও ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদের অত্যন্ত কাছের হয়ে উঠেছে। দেব (Dev) নিজেও তাঁর প্রযোজনায় তৈরি ছোটদের ফিল্ম ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ রিলিজ করেছেন ওটিটি ও টেলিভিশনে। একই সঙ্গে ওটিটিতে দেখা যাচ্ছে পুজোর সময় তাঁর রিলিজ করা ফিল্ম ‘গোলন্দাজ’। প্রথমে ‘গোলন্দাজ’ প্রেক্ষাগৃহে রিলিজ করলেও পরবর্তীকালে তা ওটিটিতে দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। কিন্তু কোনো ওটিটি অরিজিনালে এখনও অবধি কাজ করতে দেখা যায়নি দেবকে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

টলিউড ও বলিউডের একটি বড় অংশ ওটিটিতে কাজ করলেও দেব আরও কিছুদিন অপেক্ষা করতে চান। কারণ তাঁর মতে, ওটিটির সফর সবেমাত্র শুরু হয়েছে। এখনও অনেকদিন বাকি। ধীরে ধীরে আরও অনেক উন্নত হবে ওটিটি, কাজের সুযোগ বাড়বে। ফলে দেবের এই অপেক্ষা। মুম্বইয়ে বাংলার অনেককে কাজ করতে দেখা গেলেও দেবের কাছে যে ধরনের চরিত্র এসেছিল, তা তাঁর মনঃপূত হয়নি। তাছাড়া তিনি এর আগেও বলেছেন, কলকাতার বুকে তিনি কাজের বিস্তার ঘটাতে চান। বাংলা ফিল্মের উন্নতি ঘটাতে চান দেব।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

এই কথা অনস্বীকার্য, করোনা অতিমারীর জেরে পিছু হঠে যাওয়া বাংলা ফিল্মের দর্শকদের আবারও হলমুখী করেছেন দেব। পুজোর সময় তাঁর অভিনীত ফিল্ম ‘গোলন্দাজ’ ছিল হাউসফুল। কিন্তু ‘টনিক’ ভেঙে দিয়েছে সব রেকর্ড। প্রতিটা শো হাউসফুল হওয়ার কারণে দেবকে শোয়ের সংখ্যাও বাড়াতে হয়েছিল। এই মুহূর্তে বাংলা ফিল্মের দর্শকরা ‘কিশমিশ’-এর অপেক্ষায়। কারণ সবাই বুঝতে পেরেছেন, দেবের ফিল্ম মানেই সেরা কন্টেন্ট।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

পরিশেষে এই কথা বলা যায়, দেব বারবার কন্টেন্ট-কে রাজা বলেছেন। বাংলা ফিল্ম কোথাও এককোণে ঘেঁষে গিয়েছিল। সেখান থেকে বাংলা ফিল্মের নতুন যুগ শুরু হয়েছে দেবের প্রযোজনা সংস্থার হাত ধরেই।

Related Articles