Hoop Diary

সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে পুজো করুন মা মঙ্গলচন্ডীর, বিপদ ঘুচবে মায়ের কৃপায়

‘মঙ্গল’ শব্দের অর্থ হলো ‘শুভ’। ‘চণ্ডী’ কথার অর্থ ‘দেবী দুর্গা’। মঙ্গলচন্ডীর পুজো সাধারণত হয়ে থাকে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝড়খন্ড প্রভৃতি জায়গায় এখানে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয়।

এখানে মা ‘মঙ্গলচন্ডী’র কোন দেবী কে পুজো করা হয় না তার বদলে ঘটে পুজো করা হয়। পরিবারের মহিলারাই সংসারের ভালোর জন্য মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করে থাকেন। স্বামী এবং পুত্রের মঙ্গল কামনায় এই পুজো করা হয়।

পূজোর প্রসাদ হিসাবে দেওয়া হয় ১৬ রকমের বাটা। পুজো শেষে মহিলারা প্রসাদ গ্রহণ করেন। তবে একেক জায়গায় মানুষ তাদের সাধ্যমতো একেকটা জিনিস দান করে থাকেন।

প্রধানত জষ্ঠী মাসের চারটি মঙ্গলবারে মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয়। তবে এই ব্রতের পুজো সাধারণত ব্রাহ্মণরাই করে থাকেন। এই ব্রতের অন্যতম প্রধান দুটি জিনিস হল ‘মঙ্গলথলি’ এবং ‘পুংগী’। মঙ্গলচন্ডীর ব্রত পালন করলে সমস্ত সমস্যার সমাধান হয়।

Related Articles