Hoop News
দফায় দফায় চলবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রাজ্যজুড়ে
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি চলছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সেভাবে দেখা পাওয়া যায়নি। বৃষ্টি হলেও কোথাও বিক্ষিপ্ত বা হালকা হয়েছে। তবে এবার আগামী ২-৩ ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।
কলকাতাতে কিছুক্ষনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর ২৪ পরগণাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। নদীগুলির জল বিপদসীমার বাইরে বইছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। শুধু বন্যাই নয়, এর সাথে ভূমিধসের ও সম্ভাবনা রয়েছে।