whatsapp channel

দাঁত, ঠোঁট অবিকল মানুষের মতো! অতি ভয়ঙ্কর মাছটি দেখতে উৎসাহিত সাধারণ মানুষ

রূপকথার গল্পের 'মৎস্যকন্যা' কথাটি খুব শোনা যেত। মৎস্যকন্যা সত্যি সত্যিই আছে কিনা তা কারো জানা নেই। তবে মাছের মুখটির সাথে মানুষের মুখের অবিকল মিল রয়েছে। মানুষের মত মাছের রয়েছে ঠোঁট…

Avatar

HoopHaap Digital Media

রূপকথার গল্পের ‘মৎস্যকন্যা’ কথাটি খুব শোনা যেত। মৎস্যকন্যা সত্যি সত্যিই আছে কিনা তা কারো জানা নেই। তবে মাছের মুখটির সাথে মানুষের মুখের অবিকল মিল রয়েছে।

মানুষের মত মাছের রয়েছে ঠোঁট আর দাঁত। মাছকে দেখতে অনেকটা মানুষের মুখের মত হলেও এই মাছের ছবি তুলে ফটোশপের মাধ্যমে অনেকেই আবার এটিকে আরো অনেকটা মানুষের মত আকৃতি তৈরি করতে উৎসাহিত হয়ে পড়েছেন।

তবে এরকম দাঁত ওয়ালা মাছ সত্যিই রয়েছে। এই মাছ গুলিকে বলা হয় ট্রিগার ফিশ। এই মাছেদের বাসস্থান এশিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের জলাশয় গুলিতে। মাছটির মুখ বেশ লম্বা হয়। মুখখানি মানুষের মতন হলেও, অমর দাঁতওয়ালা মাছ দেখলে ভয়ে শিউরে ওঠাটাও খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media