whatsapp channel

বানভাসি বন্যায় ভাসছে চলেছে গোটা রাজ্য, বাড়তি সতর্কতা এই জেলাগুলিতে

আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস অনুযায়ী এদিন বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা তিনদিন বৃষ্টি হবে। এবার আরও একটি নিম্নচাপের জেরে আগামী সাত দিন ভারী থেকে অতিভারী…

Avatar

HoopHaap Digital Media

আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস অনুযায়ী এদিন বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা তিনদিন বৃষ্টি হবে। এবার আরও একটি নিম্নচাপের জেরে আগামী সাত দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপ ক্রমে পশ্চিমে সরবে বলে জানা গিয়েছে। আর তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।

এর ফলে প্রবল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলের স্তরের পরিমাণ বাড়বে। ২৩শে আগস্ট দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে টানা সাতদিন প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯শে আগস্ট থেকে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে।

হাওয়া অফিস বলছে, ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলি প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে। মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media