সুশান্তকে আজীবন স্মরণীয় করে রাখতে নেওয়া হল এই বিশেষ উদ্যোগ
এই প্রথম কোনো বলিউড অভিনেতা ‘চিরস্মরণীয়’ কৃতিত্ব অর্জন করলেন
এই প্রথম কোনো বলিউড অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ‘স্মরণিক’ বলে চিহ্নিত করল ইনস্টাগ্রাম। সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেই ‘Remembering’ শব্দটি লেখা রয়েছে। মূলত অভিনেতাকে স্বরণীয় করে রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। যা প্রথম সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করা হল।
এর কথাটির অর্থ হল যে এই অ্যাকাউন্ট আর অন্য কোনো ব্যক্তি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। কেউ লগ ইন করতে পারবেন না। কেউ কোনও ফটো বা ভিডিও পোস্ট করতে পারবেন না। কোনো কিছু ডিলিট বা যুক্ত করা যাবে না। প্রাইভেসি সেটিংস বদল করা যাবে না।
অভিনেতাকে ও তাঁর স্মৃতিকে স্বরণীয় করে রাখতেই তাঁর অ্যাকাউন্টকে ‘স্মরণিক’ করে রাখা হয়েছে। সুশান্ত সিং রাজপূত ২০১৯ সালের মার্চ মাসে প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। তারপর থেকে মোট ৮৭ টি পোস্ট তিনি করেছিলেন। মৃত্যুর পর অভিনেতার ফলোয়ারের সংখ্যা ৯ মিলিয়ন থেকে বেড়ে ১৩.৮ মিলিয়ন হয়ে গিয়েছে। অভিনেতার মৃত্যুর পর তাঁর পুরোনো পোস্টগুলিতে তাঁর অনুগামীরা অসংখ্য কমেন্ট করেছেন। তিনি শেষ পোস্ট করেছিলেন ৩ জুন। সেই পোস্টে তিনি তাঁর মাকে নিয়ে আবেগঘন কথা লিখেছিলেন।