whatsapp channel

Viral: বিয়ে বাড়িতে দুর্দান্ত নেচে তাক লাগালেন ৮০ বছরের বৃদ্ধা ঠাকুমা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

বিয়ে বাড়িতে অসাধারণ নাচ পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অসাধারণ এক বৃদ্ধা ঠাকুমা। ৮০ বছর বয়সেও তিনি যে কিভাবে এত সুন্দর নাচছেন, তার সত্যিই ভিডিওটি না দেখলে বোঝা যায়…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

বিয়ে বাড়িতে অসাধারণ নাচ পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অসাধারণ এক বৃদ্ধা ঠাকুমা। ৮০ বছর বয়সেও তিনি যে কিভাবে এত সুন্দর নাচছেন, তার সত্যিই ভিডিওটি না দেখলে বোঝা যায় না। এখন বিয়ে বাড়িতে নাচা একটা দারুন ব্যাপার হয়ে গেছে, অনেকে প্রফেশনাল ডান্সার নিয়ে এসে নাচ পরিবেশন করান, কেউ কেউ আবার বাড়ির লোকদের নিয়েও নাচ করেন এখন পুরো এই বিষয়টি বাঙ্গালীদের মধ্যেও চলে এসেছে। চার পাঁচ দিন ধরে বেশ আনন্দ করে বিবাহকে উদযাপন করা হয়।। আর তার সমস্ত সাক্ষী থাকে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার facebook, instagram এবং youtube এর মাধ্যমে ভিডিওগুলি ছড়িয়ে পড়ে চারিদিকে।

Advertisements

সম্প্রতি ইউটিউব এর মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে এক বৃদ্ধা ঠাকুমা যার বয়স জানা গেছে আশি পেরিয়ে গেছে অর্থাৎ আপনি এই ঠাকুমাকে দেখে মনে মনে গাইতেই পারেন ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’। ঠাকুমার এমন নাচ দেখে কেউ বলতেও পারবেনা যে তার এত বয়স হয়েছে এই রকম বয়সে হয়তো অনেকেই তার মা-বাবাকে হারান কিংবা অনেকেই বিছানায় শুয়ে থাকেন, কিন্তু এই ঠাকুমার এতটা এনার্জি কিন্তু প্রশংসার দাবি রাখে।

Advertisements

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে রীতিমতন ছড়িয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষের কাছে। হবে নাই বা কেন এত সুন্দর ঠাকুমার নাচ দেখে প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এভাবেই তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরের মধ্যে থাকা প্রতিভা পৌঁছে যায় দেশ-বিদেশের কাঁটাতার ভেদ করে সীমানা পেরিয়ে বহু দূরে। আপনি কি ভিডিওটি দেখতে মিস করে গেছেন? তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় জড় জলদি দেখে ফেলুন অসাধারণ ভিডিও।

Advertisements

Advertisements
whatsapp logo
Advertisements
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক