Hoop Life

Acne Black Spot Remove: মুখের কালো দাগ দূর করুন তিনটে ঘরোয়া পদ্ধতিতে

মাত্র এক মিনিটেই মুখের সমস্ত ব্রণ দূর হয়ে যাবে, বিশ্বাস করতে পারছেন না? কিন্তু পরপর সাত দিন এইভাবে ব্যবহার করে দেখুন, মাত্র এক মিনিট ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন, যে আপনার মুখের ব্রণ কতটা কমে গেছে, তবে তার আগে যেটা প্রয়োজন ব্রণ যে কারণে হচ্ছে, যে শারীরিক সমস্যার জন্য হচ্ছে তাকে ভালো করে ডাক্তার দেখিয়ে আগে নির্মূল করে ফেলা। এছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়ার জন্য মুখে ব্রণের পরিমাণ বাড়তে পারে, তাই এই দিকেও আপনাকে নজর রাখতে হবে, আর দেরি না করে কিভাবে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন।

১) গোলাপজল, মুলতানি মাটি – তাদের অতিরিক্ত ব্রণের সমস্যা তারা গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে এক মিনিট ধরে মুখে রেখে তারপর ধুয়ে ফেলুন। এরকম পরপর সাতদিন করবেন দেখবেন ব্রণর সমস্যা অনেক দূর হয়ে গেছে, তাছাড়াও ব্রণের পরে হওয়া যে কালো দাগ সেও অনেকটা নির্মূল হয়েছে।

২)গোলাপজল, পাতিলেবুর রস, কাঁচা দুধ – ব্রণ হয়ে যাবার পরে যদি কালো দাগ দূর করতে চান, তাহলে গোলাপ জলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন, মাঝেমধ্যে মুখের স্প্রে করে নিন, অথবা কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে তুলোয় করে লাগাতেও পারেন, দেখবেন আপনার ত্বক কত পরিষ্কার এবং ঝকঝকে হয়ে গেছে।

৩)গোলাপ জল, গ্রিন টি – গোলাপজলের সঙ্গে গ্রিনটি খুব ভালো করে মিশিয়ে মুখে লাগাতে পারেন, গ্রিনটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক এন্টিঅক্সিডেন্ট। সেক্ষেত্রে এক কাপ জলের মধ্যে গ্রিন টি আর গোলাপজল মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালো করে ফুটিয়ে ছেঁকে নিন। তাহলেই আপনি পেয়ে যাবেন অসাধারণ উপকরণ।

সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।

Related Articles