Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

 
Advertisements

পুজোর আগেই দুর্দান্ত লুকে হাজির উত্তম কুমারের নাতবৌ, মুহূর্তেই ছবি ভাইরাল

Avatar

HoopHaap Digital Media

Follow
Advertisements

দেবলীনা কুমার ও গৌরব চ্যাটার্জি ! টলিপাড়ার হিট জুটি। এই যুগলের নাম আসলে নজরে আসে এদের জমিয়ে প্রেম, পার্টি করেন, ঘুরতে যান,কোনও লুকোছাপা নেই। প্রশ্ন শুধু একটাই। বিয়ে কবে করবে এই লাভ বার্ডস? আপাতত লকডাউনে বিয়ের ভূত পালিয়েছে। দুজনে এখন নিজেদের কাজ নিতে বেশ ব্যস্ত।

লকডাউন শুরুর প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবলীনা। কখনও নাচ তো কখনও শরীরচর্চা, আবার কখনও ফোটোশ্যুট দিয়ে কাবুকাত করছেন ফ্যানদের। কিন্তু শনিবার হঠাৎই দেবলীনা সেজেছেন একেবারে নববধূর বেশে। নায়িকার পরণে টুকটুকে লাল শাড়ি, সবুজ থ্রিকোয়াটার ব্লাউজ,কপালে টিপ, সিঁথিতে চওড়া সিঁদুর । হাতে পুজোর ডালা। নববধূ বেশে মানিয়েছে নায়িকাকে বেশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের লাস্যময়ী লুকে নজর কাড়লেন অভিনেত্রী। ঝড়ের গতিতে লাইক আর কমেন্টস বেড়েই চলেছে। অনেকের প্রশ্ন বিয়ে না করেই মাথায় সিঁদুর? তাহলে লুকিয়ে বিয়ে সাড়লেন নায়িকা।

আদপে এসব কিছু না। সামনে পুজো। আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে বাঙালির প্রিয় দুর্গাপূজা। আর পুজোর সাজে সেজে ফটোশুট করলেন এই বঙ্গ ললনা। আর এতেই ছক্কা মারলেন পুরুষ মনে। এই সেক্সি পোজ সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে সকলের।

সম্প্রতি পুজোর ভিডিয়োতে বাদশার মাস কয়েক আগে ‘গেন্দা ফুল’ নামের মিউজিক ভিডিয়োর আপডেট ভার্সন রিলিজ হল। এবারের মিউজিক ভিডিয়োতে বাঙালি তনয়া দেবলীনা ফাটিয়ে নাচলেন তবলা রিমিক্সে৷ এই ভিডিওতে খোদ রতন কাহারও নেচেছেন। আর গান গেয়েছেন বাদশা- তাঁর সঙ্গে সুরে সুর মিলিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী ইমন৷ আর তবলা হাতে জাদু দেখালেন বিক্রম ঘোষ। এখন এই গান পুজোয় পুরো হিট। অভিনেত্রীর অসাধারণ ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

Avatar
HoopHaap Digital Media

...