Hoop VideoHoop Viral

Video: নায়িকার সারা গায়ে রঙ মাখিয়ে রোম্যান্স করলেন খেসারি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

খেসারি লাল এক অন্যতম ভোজপুরী অভিনেতা। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়। সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার খেসারি লাল যাদব এর সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

Read More: বাইকের সমান দামে বাড়িতে আনুন অত্যাধুনিক ই-স্কুটার

সম্প্রতি অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খেসারি লাল এর সঙ্গে দুর্দান্ত কায়দায় নাচ পরিবেশন করেছেন রক্ষা গুপ্ত। ২০২১ সালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। ‘আট খালিয়া অন কোমার’ গানের সঙ্গে দুর্দান্ত কায়দায় নাচলেন দুজনে তাদের দুজনের অসাধারণ রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একেবারে সময় নেয়নি। গান টি গেয়েছেন খেসারি লাল নিজেই।

Read More: বাড়িতে বসেই রেশন কার্ড বানানোর পদ্ধতি জেনে নিন

সুজয় মিউজিক ওয়ার্ল্ড নামক youtube চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সকলের কাছে পৌঁছে গেছে, প্রায় ১০ দিন আগে ৩৪ লক্ষ মানুষের কাছে ভিডিওটি পৌঁছে গেছে। এখনো সাদা হলুদ শাড়ি পড়েছেন কখনো আবার গোলাপি রঙের শাড়িতে সেজে উঠেছেন নায়িকা সেই সঙ্গে সঙ্গে রঙ একবারে ম্যাচিং ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন, আমাদের সকলের প্রিয় অভিনেতা। দেখুন ভিডিও –

Related Articles