দাদাসাহেব ফালকে পুরস্কার বিতরণী সম্পন্ন হলো রবিবার। বহুদিন ধরেই সিনেমা প্রেমী থেকে সারা সিনে-জগত অপেক্ষায় বসেছিল এই দিনটির। মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিল গুণের আসর। উপস্থিত ছিলেন আশা পারেখ, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানীরা। সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় গায়ক লাকি আলি। এদিনের অন্যতম নক্ষত্র হয়ে নীল শাড়িতে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখজি। ওটিটি প্ল্যাটফর্মের পর এখন ওয়েব শোও এই উৎসবের অন্তর্গত।
View this post on Instagram
দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এর সম্পূর্ণ তালিকা:
চলচ্চিত্র:
চলচ্চিত্রে অসামান্য অবদান: আশা পারেখ
সেরা অভিনেতার পুরস্কার: ‘৮৩’ ছবির জন্য রণবীর সিং
সেরা অভিনেত্রীর পুরস্কার: ‘মিমি’ ছবির জন্য কৃতি শ্যানন
সমালোচকদের সেরা অভিনেতার পুরস্কার: সিদ্ধার্থ মালহোত্রা
সমালোচকদের সেরা অভিনেত্রীর পুরস্কার: কিয়ারা আডবানি
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার: ‘কাগজ’-এর জন্য সতীশ কৌশিক
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার: ‘বেল বটম’ ছবির জন্য লারা দত্ত
নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতার পুরস্কার: আয়ুষ শর্মা ‘অন্টিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির জন্য
দর্শকের পছন্দে সেরা অভিনেতার পুরস্কার: অভিমন্যু দাসানি
দর্শকের পছন্দে সেরা অভিনেত্রীর পুরস্কার: রাধিকা মদন
সেরা অভিষেক পুরস্কার: তরপ ছবির জন্য অহন শেট্টি
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): বিশাল মিশ্র
সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): কণিকা কাপুর
বছরের সেরা চলচ্চিত্র পুরস্কার: পুস্পা: দ্য রাইজ
সমালোচকদের সেরা চলচ্চিত্র পুরস্কার: সর্দার উধম সিং
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার: শের শাহ
সেরা পরিচালকের পুরস্কার: ‘স্টেট অফ সিজ: টেম্পল অ্যাটাক’-এর জন্য কেন ঘোষ।
সেরা চিত্রগ্রাহক – জয়কৃষ্ণ গুম্মাদি ‘হাসিনা দিলরুবা’র জন্য
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার: পলি
টেলিভিশন ও ওটিটি
ওয়েব সিরিজে সেরা অভিনেতার পুরস্কার: ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর জন্য মনোজ বাজপেয়ী
ওয়েব সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার: ‘আরণ্যক’-এর জন্য রবীনা ট্যান্ডন
সেরা ওয়েব সিরিজের পুরস্কার: ক্যান্ডি
টেলিভিশন সিরিজে সেরা অভিনেতার পুরস্কার: ‘কুছ রং পেয়ার কে এমন ভি’-এর জন্য শাহীর শেখ
টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার: কুন্ডলি ভাগ্যের জন্য শ্রদ্ধা আর্য
টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড: অনুপমা
টেলিভিশন সিরিজে সর্বাধিক প্রতিশ্রুতিশীল অভিনেতার পুরস্কার: কুণ্ডলী ভাগ্যের জন্য ধীরাজ ধুপার
টেলিভিশন সিরিজে সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর পুরস্কার – ‘অনুপমা’-এর জন্য রূপালী গাঙ্গুলী
Congratulations @sanyamalhotra07 for winning the award for Most Promising Actress for Pagglait at Dadasaheb Phalke International Film Festival Awards 2022. Your hard work and perseverance have paid off.#dpiff #dpiff2022 #sanyamalhotra #sanya #mostpromisingactor #pagglait pic.twitter.com/7pfc3gDNIX
— Dadasaheb Phalke International Film Festival (@Dpiff_official) February 21, 2022
দাদাসাহেব ফালকে পুরস্কারটির তাৎপর্য:
ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে পরিচিত ছিলেন দাদাসাহেব ফালকে। ভারতীয় চলচ্চিত্রে ফালকে-এর অভূতপূর্ব অবদানের সম্মানে এটি ১৯৬৯ সালে শুরু হয়েছিল। তাই তাঁরই সম্মানে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। ভারতীয় চলচ্চিত্রের উন্নয়নে অবদান রাখা শিল্পের বিনোদনের সাথে যুক্ত বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিত্বদের সম্মান জানানোর জন্যই ভারত সরকার এই পুরস্কারটি চালু করেছিল। দাদাসাহেব ফালকে সম্মান প্রাপ্ত ব্যক্তি একটি স্বর্ণকমল পদক, একটি শাল ও ১০ লাখ টাকা পুরস্কার পান বলে জানা গেছে।