তেষ্টায় কাতর ছোট্ট হাতি, পিপাসা মেটাতে নিজেই কল টিপে খেল জল, মুহূর্তে ভাইরাল ভিডিও
ভীষণ জল তেষ্টা পেয়েছে তাই আর কারোর তোয়াক্কা না করেই নিজেই শূঁড় দিয়ে জল পাম্প করে জল খেলেও এক ছোট হাতি। ছোট হাতি নিজেই কলের হাতল পাম্প করে বুঝিয়ে দিয়েছে সে একেবারে স্বাবলম্বী। সাধারণ মানুষ হাতির এমন কান্ড কারখানা দেখে ভিডিও করতে বলেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে।
হাতিটির বয়স এক বছর নয় মাস। হাতিটি এখন। রয়েছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানায়। হাতিটির মা হঠাৎ করেই হাতির দল থেকে দলছুট হয়ে যায়, সেই সময়ে বনদপ্তর এর কর্মীরা হাতির মাকে নিয়ে এসেছিল এই আশ্রয়স্থলে। ছোট হাতি ছানার জন্ম সেইখানেই।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই একমত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বিশেষ করে যারা পশু প্রেমিক আছেন তারা এই ছোট্ট বাচ্চার কান্ড-কারখানা দেখে রীতিমত অবাক হয়েছেন। ছোট বাচ্চা হাতির এই কান্ড কারখানা দেখে অবাক নেটিজেনরা।
দেখে নিন ভাইরাল ভিডিও