whatsapp channel

৫০ হাজারেরও কম দামে বাজারে এসে গেল সবচেয়ে সস্তার বাইক

জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা Bajaj ভারতের বাজারে অনেকগুলি বাজেট লেভেলের মধ্যে বাইক লঞ্চ করে। কোম্পানি সবচেয়ে সস্তা Bajaj CT100 গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এবারে কোম্পানি CT100 এর আপগ্রেড ভার্সন Bajaj…

Avatar

HoopHaap Digital Media

জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা Bajaj ভারতের বাজারে অনেকগুলি বাজেট লেভেলের মধ্যে বাইক লঞ্চ করে। কোম্পানি সবচেয়ে সস্তা Bajaj CT100 গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এবারে কোম্পানি CT100 এর আপগ্রেড ভার্সন Bajaj CT100 KS ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই বাইকের যেমন দাম সাধ্যের মধ্যে তেমন মাইলেজ দেয় অনেক বেশি। যারা বর্তমানে কম মূল্যের মধ্যে তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য একটি বাইক কিনতে চান তাহলে তাদের জন্য Bajaj CT100 KS পারফেক্ট। আসুন বাইকটির স্পেসিফিকেশন ও দাম সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Bajaj CT100 KS স্পেসিফিকেশন: নতুন Bajaj CT100 KS বাইকে ১০২ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৭৫০০ rpm এ ৮ bhp পাওয়ার এবং ৫৫০০ rpm এ ৮.৩৪ Nm টর্ক উৎপন্ন করতে পারে। বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স দেখা যাবে। এই বাইকের সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকটির ওজন প্রায় ১১৫ কেজি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি।

বাইকটিকে আরামদায়ক করার জন্য সামনের চাকায় ১২৫ মিমির হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন ও পিছনের চাকায় ১০০ মিমির স্প্রিং ইন স্প্রিং(SNS) সাসপেনশন এর ব্যবহার করা হয়েছে। এই বাইকের প্রধান বিশেষত্ব হলো এর মাইলেজ। বাইকটি ১ লিটার পেট্রোলে ৯০ কিলোমিটার পথ যেতে পারে। কিন্তু রিয়াল ওয়ার্ল্ড কন্ডিশন টেস্টে দেখা গেছে এই বাইকটি শহরে ৬০kmpl ও হাইওয়ে তে ৭৫ kmpl মাইলেজ দেয়। বাইকটিতে ১০.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে।

নতুন Bajaj CT100 KS বাইকটি তিনটি রংয়ের অপশনে পাওয়া যাবে। সেগুলি হল- গ্লস ইবনি ব্ল্যাক, ম্যাট অলিভ গ্রীন ও গ্লস ফ্লেম রেড। কোম্পানি এই বাইকটির দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখেছে কারণ আগের CT100 কোম্পানি প্রায় ৬.৮ মিলিয়ন বিক্রি করেছিল। সেই কথা মাথায় রেখেই কম দাম ও বেশি মাইলেজ এর CT100 KS লঞ্চ করেছে কোম্পানি। এই বাইকটির দিল্লিতে এক্স শোরুম মূল্য মাত্র ৪৬৪৩২ টাকা। আপনি যদি একটি সস্তায় বাইক কিনতে চান তাহলে অবশ্যই Bajaj CT100 KS এর ওপর নজর রাখুন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media