whatsapp channel

Bank Holidays: পুজোর মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, হয়রানি এড়াতে দেখে নিন ছুটির তালিকা

রাজ্যে পুরোদস্তুর প্রভাব দেখাচ্ছে শরৎকাল। কয়েকদিন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকলেও নতুন সপ্তাহে উন্নতি হয়েছে আবহাওয়ার। আর কয়েকদিন পরেই শারদীয়ার আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে আপামর বাঙালি। কারণ অক্টোবর মাসেই মা আসছেন বাংলার…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

রাজ্যে পুরোদস্তুর প্রভাব দেখাচ্ছে শরৎকাল। কয়েকদিন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকলেও নতুন সপ্তাহে উন্নতি হয়েছে আবহাওয়ার। আর কয়েকদিন পরেই শারদীয়ার আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে আপামর বাঙালি। কারণ অক্টোবর মাসেই মা আসছেন বাংলার ঘরে ঘরে। আসছে দুর্গাপূজা। আর বছরের এই একটি বিশেষ উৎসবকে কেন্দ্র করে সাজোসাজা রব ওঠে গোটা রাজ্যে। মণ্ডপ থেকে ঘরবাড়ি, সবই সেজে ওঠে আলোয়। পাশাপাশি নতুন জামাকাপড় কেনার রীতিও রয়েছে কমবেশি সকলের মধ্যেই। তাই পুজো এলেই যে একের পর এক কাজ বেড়ে যায় আমাদের সকলের, তাতে কোনো সন্দেহই নেই।

Advertisements

আর এই পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয় অনেকদিন আগে থেকেই। আগেই শুরু হয়ে যায় বড়সড় সব মণ্ডপ তৈরির কাজ। এছাড়াও পুজোর আগে ভিড় জমে বাজারে। বিশেষ করে জামাকাপড় ও বাড়ির নানা সরঞ্জামের দোকানে ভিড় জমান ক্রেতারা। আর এই বাজার করার আগে হাতে দরকার টাকাপয়সার। তাই পুজোর আগের মাসে ব্যাঙ্কে টাকা তোলা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার যে পুজোর মাস অর্থাৎ কিন্তু সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে ১৪ দিন। এখন একনজরে দেখে নিন যে সেপ্টেম্বর মাসের কোন দিনগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

Advertisements

● ১ অক্টোবর – রবিবার
● ২ অক্টোবর – গান্ধী জয়ন্তী
● ৮ অক্টোবর – রবিবার
● ১৪ অক্টোবর – মহালয়া
● ১৫ অক্টোবর – রবিবার

Advertisements

● ১৮ অক্টোবর – কাতি বিহু
● ২১ অক্টোবর – মহাসপ্তমী
● ২২ অক্টোবর – রবিবার
● ২৩ অক্টোবর – মহানবমী
● ২৪ অক্টোবর – বিজয় দশমী/দশেরা

Advertisements

● ২৫ অক্টোবর – গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ
● ২৭ অক্টোবর – গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ
● ২৮ অক্টোবর – কোজাগরী লক্ষ্মীপূজা
● ২৯ অক্টোবর – রবিবার

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা