বাস্তু মেনে ঘরের বাথরুম বা শৌচালয় না বানালে ঘটতে পারে চরম বিপদ!
অনেকেই বাড়ি বানানোর সময় বাথরুম বা শৌচালয় অনেক ঘটা করে তৈরি করেন। কিন্তু বাস্তু না মেনে বাথরুম তৈরি করার জন্য বাস্তুদোষ দেখা দিতে পারে। ঘটতে পারে একের পর এক অঘটন। তাই বাড়ি তৈরি করার সময় শুধু সুন্দর শৌচালয় নয়, বাস্তু মেনে শৌচালয় তৈরি করুন।
১) সব সময় বাথরুমের উত্তর-পশ্চিম এবং পূর্ব দিকের দেওয়ালে একটা ছোট জানালা রাখতে হবে।
২) বাথরুমের ভেতরে জলের কল উত্তর-পূর্ব দিকে থাকলে ভালো হয়। তবে কখনোই ভুল করে উত্তর ও পশ্চিম বা দক্ষিণ-পূর্বে জলের কল রাখবেন না।
৩) একেবারে সরাসরি মেঝেতে কমোড বসাবেন না। মেঝের উপরে খানিকটা উঁচু জায়গা তে কমোড বসাতে হবে।
৪) বাথরুমের রং হালকা হওয়াই ভালো তবে ইচ্ছা করলে বাথরুমের রং হালকা নীল করতে পারেন।
৫) বাথরুম তৈরি করার জন্য আদর্শ দিক হলো উত্তর পশ্চিম, দক্ষিণ ও পশ্চিম দিক।
৬) বাথরুমের ভেতরে উত্তর- দক্ষিণ দিক করে কমোড বসালে ভালো হয়।
৭) যদি শোয়ার জায়গার সঙ্গে বাথরুম করতে চান তাহলে অবশ্যই ঘরের পশ্চিম দিকে শৌচাগার বা বাথরুম তৈরি করুন।
এই নিয়মগুলো মেনে চললে আপনার সংসারে অশান্তি কেটে যাবে। তাই বাড়ি তৈরীর সময় শুধুমাত্র বাথরুমের সৌন্দর্যের দিকে নজর না দিয়ে এই নিয়মগুলো মেনে বাথরুম তৈরি করুন। তাতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে।