Hoop Diary

নিয়ম‌ করে বাড়িতে ধূপকাঠি জ্বালালে কি উপকার হয় জেনে নিন

ঠাকুরঘরে প্রত্যহ ধূপ জালান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।তবে অনেকেই আছে যারা হয়তো ধূপ জ্বালাতে চাননা। কিন্তু প্রতিদিন নিয়ম করে ঠাকুরঘরে ধূপ জালানো আপনার সংসারের জন্য শুভ।

ধূপ জালালে ঘরের বদ্ধভাব কেটে যায়। বিশেষ করে বর্ষাকালে ঘরের ভেতরে যদি কোনো ভ্যাপসা গন্ধ হয় তাহলে ধূপ রুম ফ্রেশনার এর কাজ করে।

ধূপ জালালে শুধুমাত্র ঘরের ভ্যাপসা গন্ধ চলে যায়, তাই নয় মনের ভেতরের সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষে গায়েব হয়ে যায়। সুন্দর গন্ধে মনের ভেতরটা একেবারে ফুরফুরে হয়ে ওঠে।

মনসংযোগ বাড়াতে সাহায্য করে ধূপ। তাইতো পুজো করার সময় বা ধ্যান করার সময় ধূপ জ্বালালে মনে শান্তি আসে।

মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। সকালবেলা পুজো করার সময় যদি ধূপ জ্বালিয়ে পুজো করা যায় তাহলে মন, মেজাজ ফুরফুরে হয়ে ওঠে। তার সঙ্গে সারাদিনের কাজকর্ম করার জন্য শক্তি পাওয়া যায়।

Related Articles