Hoop StoryHoop Viral

লোকসঙ্গীতের সঙ্গে দুর্দান্ত নেচে তাক লাগালেন নেই যুবতী, ভাইরাল ভিডিও

লোকসংগীত শেখা এবং লোকসংগীত এর সঙ্গে নৃত্য পরিবেশন এখন অনেককেই করতে দেখা যায়। সাধারণের মধ্যে লোকসংগীত এখন অনেক বেশি ছড়িয়ে পড়েছে। লোকসংগীত হলো মাটির গান। একেবারে আঞ্চলিক ভাষার উপরে তৈরি সুন্দর এক সংগীত লোকসংগীত। লোকসঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে যেখানকার লোকসংগীত সেইখানকার সংস্কৃতিকে বজায় রাখতে অনেকেই নৃত্য পরিবেশন করে থাকেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে বীরভূমের চিনপাই এর এক কন্যা মৌসুমী চট্টোপাধ্যায় যিনি একটি লোকসঙ্গীতের সঙ্গে নেচে সকলের মন মাতিয়ে তুলেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়েছে আর হবে নাই বা কেন এত সুন্দর গানের কথা এবং এত সুন্দর শারীরিক ভঙ্গিমা যা সকলকে আকৃষ্ট করেছে।

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে খুব সহজেই সকলের মনের মধ্যে পৌঁছে যাওয়া যায় নিজের প্রতিভার মাধ্যমে। তাই নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ার কাছে অনেকটাই কৃতজ্ঞ।

whatsapp logo