whatsapp channel

TRP: ‘অনুরাগের ছোঁয়া’র দিন শেষ, টিআরপি উলটে বড় চমক এই সিরিয়ালের!

সপ্তাহের মাঝামাঝি সময় মানেই চ্যানেলে চ্যানেলে দেখা দেয় ব্যস্ততা। দর্শকরাও উদগ্রীব হয়ে থাকেন সাপ্তাহিক টিআরপি তালিকার (TRP list) জন্য। একাধিক বাংলা সিরিয়ালের চ্যানেল থাকলেও মূলত জি বাংলা এবং স্টার জলসার…

Nirajana Nag

Nirajana Nag

সপ্তাহের মাঝামাঝি সময় মানেই চ্যানেলে চ্যানেলে দেখা দেয় ব্যস্ততা। দর্শকরাও উদগ্রীব হয়ে থাকেন সাপ্তাহিক টিআরপি তালিকার (TRP list) জন্য। একাধিক বাংলা সিরিয়ালের চ্যানেল থাকলেও মূলত জি বাংলা এবং স্টার জলসার মধ্যেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারে জলসার স্টার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’কে পেছনে ফেলে সেরার সিংহাসনে বসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। প্রতি সপ্তাহেই সকলের পাখির চোখ থাকে এই দুই ধারাবাহিকের দিকে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ।

এ সপ্তাহে জগদ্ধাত্রীর ঝুলিতে উঠেছে ৭.৯ নম্বর। কয়েক পয়েন্টের জন্য পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক পেয়ে ৭.৬ পয়েন্ট। তার পরেই তৃতীয় স্থান দখল করেছে জি এর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙা বউ’ এবং ‘নিম ফুলের মধু’। ছয় থেকে দশেও রয়েছে একের পর এক চমক। ষষ্ঠ স্থানে রয়েছে ‘সন্ধ্যাতারা’। সপ্তমে অনেকটাই কম নম্বর নিয়ে ‘কার কাছে কই মনের কথা’। তারপরেই আটে রয়েছে ‘তুঁতে’। নয়ে স্টারের নয়া সিরিয়াল ‘লভ বিয়ে আজকাল’। আর দশম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) জগদ্ধাত্রী- ৭.৯

(২) অনুরাগের ছোঁয়া- ৭.৬

(৩) ফুলকি- ৭.৫

(৪) রাঙা বউ- ৭.৪

(৫) নিম ফুলের মধু- ৭.২

(৬) সন্ধ্যাতারা- ৬.৯

(৭) কার কাছে কই মনের কথা- ৬.৫

(৮) তুঁতে- ৬.১

(৯) লভ বিয়ে আজকাল- ৬.০

(১০) খেলনা বাড়ি- ৫.৮

(১১) বাংলা মিডিয়াম- ৫.৭

(১২) হরগৌরী পাইস হোটেল- ৫.৬

(১৩) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৫.০

(১৪) ইচ্ছে পুতুল- ৪.৯

(১৫) এক্কা দোক্কা- ৪.৬

(১৬) মুকুট- ৪.৩

(১৭) রামপ্রসাদ- ৪.২

(১৮) মন দিতে চাই- ৪.০

(১৯) গৌরী এলো- ৩.৬

(২০) গাঁটছড়া- ৩.১

(২১) শ্রীকৃষ্ণ লীলা- ২.৭

(২২) গুড্ডি, বোঝেনা সে বোঝেনা- ২.০

 

রিয়েলিটি শো

(১) দিদি নাম্বার ওয়ান- ৬.৯

(২) ডান্স বাংলা ডান্স- ৬.৪

(৩) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৫.৫

(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৪

whatsapp logo
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই