Bengali SerialHoop Plus

প্রথম স্থানে ফিরে এলো ‘কৃষ্ণকলি’, দ্বিতীয় স্থানে ‘মিঠাই’, রইলো টিআরপি তালিকা

প্রতিদিন সূর্য্যি মামা অস্ত গেলেই আট থেকে আশি সকলেই টিভি চালিয়ে বসে পড়েব বোকা বাক্সের সামনে। কেউ সিনেমা চালিয়ে তো কেউ বাংলা ধারাবাহিক দেখবে বলে। হ্যাঁ বাংলা ধারাবাহিক এখন বাঙালির জীবনের একটা নিত্যপ্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে। হাতে যতই স্মার্টফোন আর ইন্টারনেট আসুক প্রতিদিন সন্ধ্যে বেলা বাঙালি মা কাকিমারা সমস্ত কাজকর্ম সেরে ফোনকেও বিশ্রাম দিয়ে বসে পড়েন টিভির সামনে নিজের প্রিয় ধারাবাহিক দেখবে বলে। অনেকের হাতে এখন ইন্টারনেট চলে আসাতে ফোনেই ধারাবাহিক দেখে নিলেও টিভিতে রির্মোট ঘুরিয়ে ধারাবাহিক দেখার মজাই যে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ তাই তো বিকেলে মুচমুচে তেলেভাজার সাথে চলে প্রিয় ধারাবাহিকের খেলা। খেলা তো বটেই কে কতটা অভিনয়ের রেসে জিততে পারলো সেটাও এই মা কাকিমারা ঠিক করেন।

ধারাবাহিক দেখতে দেখতে তার সঙ্গে শুরু হয়ে যায় কাজ বা গল্পগাছা। অভিনেতা-অভিনেত্রীদের তারা নিজেদের বাড়ির লোকের মত ভাবতে শুরু করেন আস্তে আস্তে। ভিলেনদের শাপ শাপান্ত করতে ভোলেননা বাঙালি মা কাকিমারা। কার্যত নেশায় পরিণত হয়েছে এই ধারাবাহিকের অভিনয় দেখা। বাংলা ধারাবাহিক মানেই স্টার জলসা এবং জি বাংলায় দুটি জনপ্রিয় চ্যানেলের সিরিয়াল। এই দুই চ্যানেলের কার কোন ধারাবাহিক প্রিয় এই নিয়ে চলে জোরকদমে লড়াই। এই লড়াই আজ বা কালকের নয়, ১১বছর ধরে চলে আসছে।

কোন চ্যানেল কাকে কতটা টেক্কা দিতে পারলো তা টিআরপির দিক দিয়ে বোঝা যায়। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশ হয়েছে। আর এবছরের শেষ টিআরপিতে কোন ধারাবাহিক সেরার সেরা তা একনজরে দেখে নেওয়া যাক।

এ সপ্তাহে সেরা দশে কোন কোন ধারাবাহিক টিআরপিতে জায়গা করলো দেখে নিন!

১.কৃষ্ণকলি-১০.৩
২. মিঠাই-১০.১
৩. খড়কুটো-৯.২
৪. যমুনা ঢাকি-৯.০
৫. অপরাজিতা অপু-৮.২
৬. মহাপীঠ-তারাপীঠ-৮.০
৭. রানী রাসমনি-৭.৭
৮. দেশের মাটি, মোহর-৭.৪
৯. গঙ্গারাম-৭.৩
১০. শ্রীময়ী-৭.১

১১.খেলাঘর,জীবনসাথী-৬.৯
১২. ফেলনা-৬.১
১৩. গ্রামের রানী বীনাপানি-৫.৬
১৪.কড়ি খেলা-৫.০
১৫.তিতলি-৪.৩
১৬.আলো ছায়া-৩.৯
১৭.রিমলি-৩.৮
১৮.ওগো নিরুপমা-৩.৪
১৯.ধ্রুবতারা-৩.২
২০.কি করে বলবো তোমায়-২.৮
২১.সাঁঝের বাতি-২.২
২২.পান্ডব গোয়েন্দা-১.৫

অন্যদিকে বাংলার বং ক্রাশ আবীর চ্যাটার্জির সারেগামাপা সঞ্চালনায় টিআরপিতে বরাবরের মতো এবারেও প্রথম স্থানেই জায়গা করে নিয়েছে। আর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ২। অন্যদিকে অভিনেত্রী রচনা ব্যানার্জির সঞ্চালনায় বাঙালীর প্রিয় দিদি নাম্বার ওয়ান তৃতীয় স্থানে রয়েছে। আরএই তিন জনপ্রিয় রিয়ালিটি শোয়ের রেটিং যথাক্রমে ৬.৩, ৫.৬, ৩.২।

Related Articles