TRP: নম্বর বাড়িয়ে প্রথম স্থানে ‘আলতা ফড়িং’, কত নম্বর পেল ‘মিঠাই রাণী’!

আপনি বাংলা সিরিয়ালের ভক্ত? রোজ টেলিভিশনের সামনে নিয়ম করে বসেন? যদি এখন সময় না পেয়ে থাকেন তবে নিশ্চয় জানতে ইচ্ছা করছে কোন ধারাবাহিক এগিয়ে আর কোনটা পিছিয়ে। চলুন আমরা আপনাকে জানাই এই সপ্তাহে কে বাজিমাৎ করলো আর কারা পিছিয়ে গেলো। তবে যতদূর জানা যাচ্ছে নতুন কিছু ধারাবাহিক এগিয়ে এসেছে দারুন ভাবে।

সাধারণত ‘মিঠাই’ এক নম্বর জায়গায় বহুদিন ধরে টিকে আছে। মাঝে মধ্যে ‘গাঁটছড়া’ ভাগ বসায়, কিন্তু এবারে গাঁটছড়ার পাশাপাশি ভাগ বসিয়েছে আরো একটি ধারাবাহিক। চলতি বছরে শুরু হওয়া ধারাবাহিক ‘আলতা ফড়িং’ এবং ‘গৌরী এলো’ যথাক্রমে এক ও দুই নম্বর আসনে রয়েছে। চলুন দেখে নিই সম্পূর্ন টিআরপি ( TRP) লিস্ট। এই লিস্ট আপনাকে রিপিট টেলিকাস্ট দেখতেও সাহায্য করবে আবার ভাবতেও সাহায্য করবে কোনটা আগে দেখবেন ও কোনটা পরে।

১. মিঠাই, আলতা ফড়িং – ৭.৮

২. গাঁটছড়া, গৌরী এলো – ৭.৭

৩. ধুলোকণা – ৭.৪

৪. লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.৭

৫. মন ফাগুন – ৬.৬

৬. উমা – ৬.৫

৭. অনুরাগের ছোঁয়া, এই পথ যদি না শেষ হয় – ৫.৭

৮. খেলনা বাড়ি – ৫.৫

৯. আয় তবে সহচরী – ৫.২

১০. লালকুঠি – ৪.৮

১১. বৌমা একঘর – ৪.৪

১২. পিলু – ৪.১

১৩. উড়ন তুবড়ি – ৪.০

১৪. গোধূলি আলাপ – ৩.৭

১৫. গঙ্গারাম – ৩.৬

১৬. গুড্ডি – ২.৮

১৭. গ্রামের রানী বীণাপাণি – ২.৬

১৮. যমুনা ঢাকি – ২.৫

১৯. শিশু ভোলানাথ -২.১ [OPENING]

২০. খেলাঘর – ১.৮

রিয়ালিটি শো

১. সারেগামাপা – ৬.৪ [OPENING]
২. দিদি No.1[রবি বার] – ৪.৯
৩. Ismart Jodi – ৩.৭
৪. দিদি No.1 S9 – ২.৭
৫. রান্নাঘর – ১.০