গল্পের মোড় এমন দিকে ঘুরেছে যেখানে ফার্স্ট গার্ল মিঠাই এখন ফিফ্থ গার্ল হয়ে গিয়েছে। একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। এমনকি, রেটিং চার্টে গত সপ্তাহের তুলনায় ব্যাপক ভাবে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে। এই সপ্তাহে, দর্শকদের বিচারে এগিয়ে এসেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ধুলোকণা’। খড়ি-ঋদ্ধি’র প্রেমও জমজমাট। সেইজন্যেই দর্শকদের বিচারে প্রথম পাঁচে উঠে এসেছে ধুলোকণা, ‘গাঁটছড়া’,’আলতা ফড়িং’, ‘গৌরী এলো’,’মিঠাই’। পাশাপাশি, নতুন শুরু হয়েছে ‘সাহেবের চিঠি’। দর্শকরা এই নতুন ধারাবাহিকও চুটিয়ে উপভোগ করছেন। এছাড়াও, আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক, নাম – ‘এক্কা দোক্কা’ ও ‘নবাব নন্দিনী’। চলুন দেখে নিই এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
১) ধুলোকণা ৯.৩
২) গাঁটছড়া ৮.৩
৩)আলতা ফড়িং ৮.০
৪) গৌরী এলো -৭.৭
৫) মিঠাই – ৭.৫
৬) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৫
৭)মন ফাগুন -৭.২
৮) উমা – ৬.৩
৯)এই পথ যদি না শেষ হয় – ৬.০
১০)অনুরাগের ছোঁয়া – ৫.৯
১১)খেলনা বাড়ি – ৫.৭
১২)আয় তবে সহচরী – ৫.৫
১৩)লালকুঠি – ৫.৩
১৪)উড়ন তুবড়ি – ৫.২
১৫) পিলু – ৪.৮
১৫) সাহেবের চিঠি – ৪.২
১৬)গঙ্গারাম -৩.৮
১৭) গোধূলি আলাপ – ৩.৪
১৮)বৌমা একঘর – ৩.২
১৯)যমুনা ঢাকি – ৩.১
২০)গুড্ডি – ২.৯
২১)শিশু ভোলানাথ – ২.৪
২২)জয় গোপাল – ১.৯
২৩) খেলাঘর ১.৬
টাটকা দুপুরের টিআরপি
খড়কুটো – ২.৮
আপনি কি বলেন – ২.১
রাধা কৃষ্ণ – ২.১
রিয়্যালিটি শো
১) সা রে গা মা পা – ৬.৯
২) দিদি No.1 (রবি) – ৬.২
৩) Ismart Jodi – ৪.৩
৪) রথযাত্রায় জলসা – ২.৯
৫)রান্নাঘর – ১.২