সর্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে ‘মিঠাই’, এগিয়ে এল ‘জীবন সাথী’, রইলো টিআরপি তালিকা
কোনো ভাবে টলানো যাচ্ছে না ধারাবাহিক ‘মিঠাই’কে। প্রতি সপ্তাহে থাকছে নতুন নতুন টুইস্ট। শ্রীদেবীর সাজে সেজে মিঠাই বুঝিয়ে দিল যে সেও কোনো অংশে কম নয়। দর্শকদের চাই বিনোদন, মিঠাই আর অপু টক্কর দিচ্ছে একে অপরকে সেরা বিনোদন দেওয়ার জন্য। অবশ্য এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের শো গুলি একটু হলেও পিছিয়ে যাচ্ছে। যেই গুনগুন বেঙ্গল টপার ছিল সেই গুনগুন এখন একটু পিছিয়ে গিয়েছে। চলুন দেখে নিই একে একে বাংলা ধারাবাহিকের TRP লিস্ট।
১. মিঠাই – ১১.৭
২. অপরাজিতা অপু – ৮.৮
৩. খড়কুটো- ৮.০
৪. র্জীবন সাথী ও কৃষ্ণকলি – ৭.৩
৫. যমুনা ঢাকি – ৭.২
৬. শ্রীময়ী- ৬.৯
৭.করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব- ৬.৭
৮.ধুলোকণা ও মহাপীঠ তারাপীঠ – ৬.৪
৯. কড়ি খেলা- ৬.২
১০. দেশের মাটি – ৫.৮
১১. গঙ্গারাম- ৫.৭
১২. খেলাঘর- ৫.৪
১৩. এই পথ যদি না শেষ হয় – ৫.১
১৪. বরণ- ৪.৯
১৫. রিমলি ও মন ফাগুন – ৪.৭
১৬. শ্রীকৃষ্ণভক্ত মীরা – ৪.২
১৭. গ্রামের রাণী বীনাপানি – ৪.১
১৮. কি করে বলবো তোমায় – ৩.০
১৯. ফেলনা – ২.৯
২০. রাধাকৃষ্ণ – ২.৮
২১. মোহর- ২.৬
২২. ধ্রুবতারা – ২.৩
২৩. সাঁঝের বাতি নতুন পৃথিবী- ২.২
২৪. মঙ্গলময়ী সন্তোষী মা – ২.০
২৫.তিতলি- ১.৭
২৬. সঙ্কটমোচন জয় হনুমান – ১.১
রিয়্যালিটি শোগুলিও কম যায়না। নাচের শোয় শুভশ্রী এক্কেবারে হিট। তাই ড্যান্স বাংলা ড্যান্স প্রথম থেকেই টক্কর দিচ্ছে ড্যান্স ড্যান্স জুনিয়রকে।
১. ডান্স বাংলা ডান্স ও দিদি নাম্বার ১ সানডে স্পেশাল – ৭.২
২. ডান্স ডান্স জুনিয়র – ৪.৬
৩. দিদি নাম্বার ১ – ৪.০
৪. রান্নাঘর- ১.৭