বিছানায় ছারপোকার উপদ্রব দূর করার ছয়টি সহজ টিপস
বিছানায় ছারপোকা হলে সারা দিনের ক্লান্তির পর শুতে যাওয়ার সময় ভীষণ বিরক্ত লাগে। বিছানাটাইতো সারাদিন ক্লান্তির পরে একমাত্র উপযুক্ত জায়গা। কয়েকটা নিয়ম মেনে চললেই আপনার ঘর থেকে খুব সহজেই পালাবে ছারপোকা।
১) ঘর খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, বিশেষত বিছানা। দু-তিনদিন অন্তর অন্তর বিছানার চাদর ভালো করে কেচে, কড়া রোদে শুকোতে দিতে হবে।
২) বর্ষার সময় সবসময় বাইরে কড়া রোদ পাওয়া যায় না। তাহলে ড্রায়ারে ভালো করে শুকিয়ে নিয়ে প্রয়োজনে বিছানার চাদরের উপর দিয়ে কয়েকবার গরম ইস্ত্রি চালিয়ে দিতে হবে। গরমে ব্যাকটেরিয়া অনেক মরে যায়।
৩) বেশ কিছুটা জলের মধ্যে কয়েকটা পুদিনাপাতা, কয়েকটা নিমপাতা, কয়েকটা লবঙ্গ ভালো করে ফুটিয়ে নিয়ে একটি স্প্রে বোতল এর মধ্যে সেই জলটি দিয়ে। মাঝেমধ্যেই সারা ঘরে সেই জল প্স্রে করে দিন। বিশেষ করে বিছানার চারপাশে।
৪) বিছানার চাদরটি কাচার পরে কয়েক ছিপি ডেটল জলে ধুয়ে নিন।
৫) এই বর্ষার আবহাওয়াতেও মাঝে মাঝে বেশ কড়া রোদ উঠছে। সেই সময় তোষক, বালিশ বেশ করে রোদে দিয়ে রাখুন। গরমে ব্যাকটেরিয়ার সাথে সাথে ছারপোকার উপদ্রব অনেকটা কমবে।
৬) খুব বেশি ছারপোকার উপদ্রব হলে তখন বাজার চলতি কোন পেস্টিসাইড কিনে ব্যবহার করতে পারেন।